এই আর্টিকেলে আমরা সহজ ভাষায় তুলে ধরেছি— poribesh dushon class 3 এর জন্য উপযুক্ত অনুচ্ছেদ রচনা, class 5 bangla rochona, এবং ক্লাস 5 বাংলা রচনা সংক্রান্ত দরকারি বিষয়। এছাড়া, যারা ছোটদের বাংলা রচনা বা বাংলা রচনা পরিবেশ দূষণ ও তার প্রতিকার খুঁজছেন, তারাও এখানে সঠিক দিশা পাবেন।
📖 পরীক্ষার জন্য উপকারী হওয়া ছাড়াও, এই বাংলা অনুচ্ছেদ রচনা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করবে। আসুন, আমরা সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলি এবং আগামী প্রজন্মকে একটি সুস্থ সুন্দর পৃথিবী উপহার দিই।
পরিবেশ দূষণ অনুচ্ছেদ রচনা (ছোটদের বাংলা রচনা) - Class 3,4,5
আজকের পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো পরিবেশ দূষণ। আমাদের চারপাশের বায়ু, জল, মাটি ও শব্দ দূষিত হলে শুধু প্রকৃতিই নয়, মানুষের জীবনও বিপন্ন হয়ে ওঠে।আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। কিন্তু মানুষের বিভিন্ন কাজ কর্মের ফলে পরিবেশ প্রতিনিয়ত দূষণ হচ্ছে । অনেক বেশি পরিমাণে গাছ কাটা, রাসায়নিক সার ব্যবহার, যানবাহনের বেশি ব্যবহার বিভিন্ন স্থানে অতিরিক্ত পরিমাণে কলকারখানা তৈরি হচ্ছে, এছাড়াও বিভিন্ন কারণেই পরিবেশ দূষণ হচ্ছে । এই দূষণের পরিমাণ আমরা যত বেশি বৃদ্ধি করব ঠিক ততটাই বিপদের সম্মুখীন হব । কারণ এই দূষণের ফলে মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে । বায়ু দূষণের ফলে ফুসফুস অকেজো হয়ে পড়ছে । রক্তে অক্সিজেন বহন ক্ষমতা কমে যাচ্ছে ইত্যাদি । আমরা যদি খুব তাড়াতাড়ি পরিবেশ দূষণ নিয়ে সচেতন না হই তাহলে গোটা পৃথিবী ধ্বংসের মুখে । বেশি করে বৃক্ষরোপণ করতে হবে যানবাহন তুলনামূলক কম ব্যবহার করতে হবে । বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ সমস্ত সাধারণ মানুষকে সকলে এগিয়ে আসতে হবে । তবেই আমরা একটি সুস্থ পৃথিবী গড়ে তুলতে পারবো ।
অন্যান্য অনুচ্ছেদ রচনা গুলি Click 👇
২. বাঙালির উৎসব