পঞ্চম শ্রেণীর অধ্যায় ১৪ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেয়া হলো । Class 5 Maths Chapter 14 Bengali Mediumএর পৃষ্ঠা 162 থেকে 172 পর্যন্ত সমস্ত প্রশ্ন ও উত্তর এখানে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। এই সমাধানগুলো Class 5 math WBBSE solution অনুসারে তৈরি, যা ছাত্রছাত্রীদের বোঝার জন্য সহজ ও পরিপূর্ণ। Class 5th Chapter 14 Maths এর প্রতিটি প্রশ্নের ব্যাখ্যাসহ উত্তর পাওয়া যাবে এখানে। Class 5 math page 162 West Bengal Board answer যারা খুঁজছেন, তাদের জন্য এটি একটি নির্ভরযোগ্য রিসোর্স। শিক্ষার্থীরা বাড়িতে বসেই অধ্যায়টি অনুশীলন করতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিতে ভালো ফলাফল অর্জন করতে পারবে।
West Bengal Class 5 Math Chepter 14
Table of Contents
নিচে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে। যেগুলি এই অধ্যায়ের প্রধান প্রশ্ন এবং পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে ।
১. বিন্দু কাকে বলে ?
উত্তর:- যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা এতটাই কম যে মাপা যায় না , তাকে বিন্দু বলে।
২. রেখাংশ কাকে বলে ?
উত্তর:-যার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং দুইটি প্রান্ত বিন্দু আছে তাকে রেখাংশ বলে।
৩. সরলরেখা কাকে বলে ?
উত্তর:- যে রেখা এক বিন্দু থেকে অন্য বিন্দু যেতে কোন দিক পরিবর্তন করে না ও যার কোন প্রান্ত বিন্দু নেই , অর্থাৎ উভয় দিকে অসীম বিস্তৃত, তাকে সরলরেখা বলে ।
৪. সমবিন্দু সরলরেখা বলতে কি বোঝো ?
উত্তর:- একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা হয় তারা হলো সমবিন্দু সরলরেখা ।
৫. একটি বিন্দু দিয়ে কতগুলো সরলরেখা আঁকা যায় ?
উত্তর:-একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায় ।
৬. সমরেখ বিন্দু কাকে বলে ?
উত্তর:- যদি তিন বা তার বেশি বিন্দু যখন একই সরল রেখায় থাকে, তখন তাদের সমরেখ বিন্দু বলে ।
৭. অসমরেখ বিন্দু কাকে বলে ? চিত্র একে দেখাও
উত্তর:- যে সকল বিন্দু একই সরলরেখার ওপর থাকে না, তাদের বলা হয় অসমরেখ বিন্দু।
৮. একই তলের দুটি সরলরেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে ?
উত্তর:-একই তলের দুটি সর্বাধিক ১ টি বিন্দুতে ছেদ করতে পারে।
৯. একই তলের তিনটি সরলরেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে ?
উত্তর:- ৩ টি বিন্দু ছেদ করতে পারবে ।
১০. একই তলের চারটি সরলরেখা সর্বাধিক কয়টি বিন্দু ছেদ করতে পারবে ?
উত্তর:- ৬ টি বিন্দুতে ছেদ করতে পারবে ।
১১. রেখা কত রকমের ও কি কি ?
উত্তর:- রেখার দুই রকম যথা। সরলরেখা ও বক্ররেখা ।
১২. বক্ররেখা কাকে বলে ?
উত্তর:- যে রেখা চলার সময় দিক পরিবর্তন করে, অর্থাৎ এক বিন্দু থেকে অন্য বিন্দু পৌঁছাতে সোজা পথে যায় না , তাকে বক্ররেখা বলে।
১৩. সমান্তরাল সরলরেখা কাকে বলে ? ছবি এঁকে দেখাও
উত্তর:- একই সমতলে অবস্থিত দুই বা তার বেশি সরল রেখা যখন পরস্পরকে ছেদ করে না বা মিলিত হয় না। তখন তাকে সমান্তরাল সরলরেখা বলা হয় ।
১৪. পরস্পরছেদী সরলরেখা কাকে বলে ?
উত্তর:- যে সরলরেখা গুলো পরস্পরকে ছেদ করে বা একটি বিন্দুতে মিলিত হয় তখন তাকে পরস্পরছেদী সরলরেখা বলা হয় ।
১৫. রশ্মি কাকে বলে?
উত্তর:- যে সরলরেখার নির্দিষ্ট কোন দৈর্ঘ্য নেই , অর্থাৎ শুরু আছে কিন্তু শেষ নেই এবং একটি মাত্র প্রান্ত বিন্দু আছে তাকে রশ্মি বলে ।
১৬. সরলরেখা, সরলরেখাংশ ও রশ্মির মধ্যে তুলনা কর ।
উত্তর:-
ক। সরলরেখার কোনো প্রান্ত বিন্দু নেই, কিন্তু সরল রেখাংশের দুটি প্রান্তবিন্দু রয়েছে। রশ্মির শুধুমাত্র একটি প্রান্ত বিন্দু বা শেষ বিন্দু রয়েছে।
খ। সরলরেখার ও রশ্মির কোন নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, কিন্তু সরল রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে ।
গ। সরলরেখার কোন শুরু ও শেষ নেই, রশ্মির শুরু আছে কিন্তু শেষ নেই । কিন্তু সরল রেখাংশের শুরু এবং শেষ দুটোই আছে ।
১৭. একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায় ?
উত্তর:- একটি বিন্দু দিয়ে অসংখ্য সরল রেখা আঁকা যায় ।
১৮. দুটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায় ?
উত্তর:- দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যাবে ।
১৯. কোন কাকে বলে ?
উত্তর:- দুটি বাহু বা সরলরেখা পরস্পর একটি বিন্দুতে মিলিত হলে, যে আকৃতি ধারণ করে তাকে কোন বলে ।
২০. কোন মাপার একক কী ?
উত্তর:- জ্যামিতিতে সবচেয়ে সহজ কোন মাপার একক হল ডিগ্রি ( ⁰ )
Class 5 অন্যান্য অংকগুলি Click 👇
অধ্যায় ১০ ( Page 128) আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের অংক
২১. সরলরেখা, সরলরেখাংশ ও রশ্মি কিভাবে প্রকাশ করতে হয় ?
উত্তর:-
২২. সমকোণ কাকে বলে ? এর মান কত ?
উত্তর:- দুইটি সরলরেখা একে অপরকে লম্বভাবে ছেদ করার ফলে যে কোণের উৎপন্ন হয় তাকে সমকোণ বলে।
অথবা
যে কোণের মান ৯০ ডিগ্রি তাকে সমকোণ বলা হয় ।
২৩. সরল কোণ কাকে বলে ? এর মান কত?
উত্তর:- কোন একটি বিন্দুর বিপরীত দিকে দুটি বাহু গমন করলে যে কোন উৎপন্ন হয় তাকে সরল কোণ বলে ।
অথবা
যে কোনের মান ১৮০ ডিগ্রী তাকে সমকোণ বলা হয়
২৪. সুক্ষ্ম কোণ কাকে বলে? উদাহরণ দাও
উত্তর:- যে কোন গুলির মান ৯০ ডিগ্রী থেকে কম, সেই কোনগুলিকে সূক্ষ্মকোণ বলে ।
উদাহরণ:- ৫০⁰ ৭৮⁰
২৫. স্থূলকোণ কাকে বলে? উদাহরণ দাও
উত্তর:- যে কোন গুলির মান ৯০ ডিগ্রির চেয়ে বড়ো কিন্তু ১৮০° চেয়ে ছোটো, সেই কোনগুলিকে বলা হয় স্থূলকোণ।
উদাহরণ:- ১০৫⁰ ৯৭⁰
পঞ্চম শ্রেণীর অনুচ্ছেদ রচনা গুলির জন্য Click 👇
অনুচ্ছেদ রচনা- বাঙালির উৎসব
অনুচ্ছেদ রচনা- প্রতিদিনের জীবনে বিজ্ঞান
বিজ্ঞপ্তি
এই ওয়েবসাইটে প্রকাশিত সকল আর্টিকেল, রচনা, তথ্য ও চিত্র কপিরাইট সংরক্ষিত। অনুগ্রহ করে কোনো কনটেন্ট অনুমতি ছাড়া নকল, কপি বা পুনঃপ্রকাশ করবেন না। কনটেন্ট চুরি আইনত দণ্ডনীয় অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
🙏 আপনার সচেতনতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ।
- New Digi Web