বাংলার উৎসব ও দুর্গাপূজার অনুচ্ছেদ রচনা class 5 ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব রচনা class 4 সহ অনুচ্ছেদ রচনার সেরা উদাহরণ এখানে। class 5 bangla rochona ও bangla onucched rachana খুঁজছেন? তাহলে এই পোস্টে পেয়ে যাবেন বাংলা অনুচ্ছেদ রচনার সহজ ও শিক্ষণীয় সংকলন।
বাঙালির উৎসব রচনা Class 5
আজকের এই প্রতিবেদনে দুটি অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করা হয়েছে। এই রচনা গুলি হল - ১. বাংলার উৎসব ২. দুর্গাপূজা । এই দুইটি রচনা তৃতীয় শ্রেণী থেকে শুরু করে ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীর জন্য ।
Table of Contents
বাংলার উৎসব - অনুচ্ছেদ রচনা
বাঙালির বারোমাসে তেরো পার্বণ। বাঙালি চাই সব সময় উৎসবে আনন্দে মেতে থাকতে। তাই বৈশাখের প্রথম দিন থেকে চৈত্রের শেষ দিন পর্যন্ত চলে বাঙালি নানা উৎসবের আয়োজন । বাঙালির উৎসব গুলিকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। যথা- ঋতু উৎসব, ধর্মীয় উৎসব, সামাজিক উৎসব ও জাতীয় উৎসব। বাঙালির প্রিয় ঋতু উৎসব গুলির মধ্যে রয়েছে- বছরের শুরুতেই পহেলা বৈশাখে নববর্ষ, রথযাত্রা, বসন্ত উৎসব, অঘ্রাণে নবান্ন, পৌষ মাসে রয়েছে পৌষ মেলা ও বনভোজনের উৎসব। বাঙালির ধর্মকেন্দ্রিক ও অনেক উৎসব রয়েছে । বাঙালির হিন্দু সমাজে জনপ্রিয় উৎসব গুলি হল- দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা ইত্যাদি। এইগুলির পাশাপাশি অন্যান্য ধর্মের উৎসবগুলি বুদ্ধ জয়ন্তী, ঈদ, বড়দিন উদযাপিত হয়। বাঙালি সামাজিক উৎসব গুলি হল-ভাইফোঁটা, জামাই ষষ্ঠী, রাখি বন্ধন, ভাতৃদ্বিতীয়া ইত্যাদি। বাঙালি অন্যান্য উৎসবগুলির মত জাতীয় উৎসবগুলি বেশ মর্যাদা দিয়ে সর্ব ভারতে পালিত হয়। ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস, ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, দিনগুলিতে সারা ভারতে বিপুল ভাবে পালিত হয় । এছাড়াও বিশ্বকবি রবীন্দ্রনাথে ঠাকুর, গান্ধীজী, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দের জন্মদিন ও পালিত হয়ে থাকে । প্রতিদিনের একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে বাঙালি সব বিষয়কেই উৎসবের মতো করে আয়োজন করে। এইসব উৎসব আছে বলেই বাঙালি সমস্ত দুঃখ কষ্ট এবং জটিলতার মধ্যেও নতুন জীবন খুঁজে পায় । এই উৎসবের মাধ্যমে বাঙালি তার সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরেছে।
পঞ্চম শ্রেণীর দুর্গাপূজা রচনা
দুর্গোৎসব হলো বাঙালির সেরা উৎসব । দুর্গাপূজার দুটি উৎসব হয়, একটি হয় শরৎকালে এবং আরেকটি হয়ে বসন্তকালে। শরৎকালে যে দুর্গাপূজা হয় তা শারদীয় দুর্গাপূজা নামেও পরিচিত । বসন্তকালে যে পূজা আয়োজিত হয় তা বাসন্তী পূজা নামে পরিচিত । তবে শরৎকালে আয়োজিত শারদীয় পূজা বেশি জনপ্রিয়। এই সময় প্রকৃতি এক অপরূপ সৌন্দর্য সেজে ওঠে । বর্ষার কালো মেঘ সরে গিয়ে নীল আকাশে দেখা যায় রোদের আলপনা। চারিদিকে কাশফুল আর শিউলি ফুলের ছড়াছড়ি । প্রকৃতিও যেন দূর্গা পূজার জন্য প্রস্তুতি নেয় । দুর্গাপূজায় সাধারণত আশ্বিন মাসে এই অনুষ্ঠিত হয়ে থাকে । আমরা বাঙালিরা শরৎ এলেই মনের দিক থেকে পুজোর জন্য তৈরি হই । নতুন জামা কাপড় কেনা, ঘরবাড়ি নতুন করে সাজিয়ে তোলা, ইত্যাদি কাজে লেগে পড়ি। মহামায়া দুর্গার দশ হাতে দশটি অস্ত্র ধারণ করে থাকে । পঞ্চমী থেকে শুরু করে নবমী পর্যন্ত সবাই আনন্দে উৎসবে বেঁচে থাকে । ধনী-গরীব ,বাচ্চা বুড়ো, সবাই এই উৎসবে এক হয়ে উদযাপন করে। তারপর আছে শেষ দিন মহাবিজয়ের দিন । এই দিন বাঙালি সমস্ত আনন্দ ম্লান হয়ে যায় । বাঙালি আবার অপেক্ষা করে এক বছরের জন্য ।
গুরুত্বপূর্ণ রচনাগুলি ও চিঠি ✅
Click 👇
প্রধান শিক্ষককে চিঠি লেখার নিয়ম
নিচে কিছু প্রশ্ন দেয়া রইল যা উপরের রচনাগুলির সাথে সম্পর্কযুক্ত আছে । এই প্রশ্নগুলি শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য দেওয়া হয়েছে। এই ধরনের প্রশ্ন পরীক্ষা পত্রে আসার কোন সম্ভাবনা নেই । এই প্রশ্নগুলি তোমরা তোমাদের জ্ঞান বৃদ্ধির জন্য পড়তে পারো, মুখস্ত করার কোন প্রয়োজন নেই।
পঞ্চম শ্রেণীর আমার গণিত সমাধান 👇
অধ্যায় ১৪ সরলরেখাংশ-সরলরেখা-রশ্মি
আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রে অংক
(FAQ)
১. বাঙালি হিন্দুদের শ্রেষ্ঠ উৎসবের নাম কি ?
উত্তর:- বাঙালি হিন্দুদের শ্রেষ্ঠ উৎসবের নাম হল দুর্গাপূজা।
২. মুসলিমদের প্রধান উৎসব নাম কি?
উত্তর :- ঈদ হলো মুসলিমদের প্রধান উৎসব
৩. খ্রিষ্টান ধর্মের প্রধান উৎসব কি ?
উত্তর :- খ্রিস্টান ধর্মের প্রধান উৎস হল বড়দিন ।
৪. জাতীয় উৎসব কী ?
উত্তর:- জাতীয় উৎসব হল এমন একটি উৎসব যা সকলে মিলে উদযাপন করে ও সেই দেশের জাতীয়তাবাদ, সংস্কৃতি, ঐতিহ্য, ইত্যাদিকে তুলে ধরে । যেমন:- স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস ।
৫. ভারতের সবচেয়ে বড় উৎসবের নাম কী ?
উত্তর:-ভারতের সবথেকে বড় উৎসব হলো দীপাবলি ।
৬. ধর্মীয় উৎসব কোনগুলি ?
উত্তর:- কোন বিশেষ ধর্মকে নিয়ে যেসব উৎসব পালন করা হয় সেগুলি হল ধর্মীয় উৎসব ।
৭. ভারতের প্রধান তিনটি জাতীয় উৎসব কী কী ?
উত্তর:- স্বাধীনতা দিবস , প্রজাতন্ত্র দিবস ও গান্ধী জয়ন্তী
তোমরা রচনাগুলি ভালো করে পড়বে তারপর খাতায় মুখস্থ লেখার চেষ্টা করবে । তোমরা চাইলে রচনাগুলিতে নিজের মতো করে লিখতে পারো । অন্য কোন বিষয় ও তথ্য রচনাগুলিতে যোগ করতে পারো । উপরে যে রচনাগুলো আলোচনা করা হয়েছে আশা করছি তা তোমাদের উপকার হবে।