Human Eye [বাংলা] Questions for Competitive Exams MCQ Bangla With Answers | মানব চক্ষু GK বাংলাতে প্রশ্ন উত্তর | চাকরির পরীক্ষার অনলাইন মক টেস্ট
Author -
Dipak Paramanik
0
Human Eye-মানব চক্ষু(Online MCQ Quiz)
Explore Human Eye [বাংলা] Questions for Competitive Exams MCQ Bangla With Answers. মানব চক্ষু GK বাংলাতে প্রশ্ন উত্তরসহ পাবেন, যা চাকরির পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক, অনলাইন মক টেস্টের মাধ্যমে জেনে নিন দৃষ্টিকোণ ও চোখের গুরুত্বপূর্ণ তথ্য।
আপনার কুইজ ফলাফল
[
{"q":"চোখের কোন অংশ চক্ষুদানের সময় দান করা হয়?","a":"কর্নিয়া","o":["রেটিনা","আইরিস","কর্নিয়া","লেন্স"]},
{"q":"চোখ সম্বন্ধে অধ্যয়ন কে কি বলা হয় ?","a":"অপথার্মোলজি","o":["বায়োলজি","অপথার্মোলজি","অপটিক্স","ফিজিওলজি"]},
{"q":"সর্বাধিক কত ডিগ্রী পর্যন্ত মানুষের চোখ দেখতে পায় ?","a":"১৫০ ডিগ্রী","o":["৯০ ডিগ্রী","১২০ ডিগ্রী","১৫০ ডিগ্রী","১৮০ ডিগ্রী"]},
{"q":"চোখের ভিন্ন ভিন্ন রং দেখতে পাওয়া কিসের উপর নির্ভর করে?","a":"আইরিস","o":["লেন্স","কর্নিয়া","আইরিস","পুতুল"]},
{"q":"তীব্র আলোয় বা দুপুর বেলায় চোখের পুতুলের আকারের কিরূপ পরিবর্তন হয়?","a":"পুতুলের আকার ছোট হয়ে যায় বা সংকুচিত হয়","o":["বড় হয়","ছোট হয়ে যায় বা সংকুচিত হয়","অপরিবর্তিত থাকে","নেই"]},
{"q":"চোখে রেটিনাই যে ইমেজ গঠন হয় তা কি রূপ ?","a":"বাস্তব উল্টো ইমেজ গঠন হয়","o":["কাল্পনিক","বাস্তব উল্টো ইমেজ গঠন হয়","সরাসরি","অদৃশ্য"]},
{"q":"জেরোফথ্যালমিয়া রোগ হলে মানুষের চোখের কি পরিবর্তন করা যায়?","a":"চোখের জল শুকিয়ে যায়","o":["রঙ পরিবর্তন","চোখের জল শুকিয়ে যায়","লেন্স নষ্ট","দৃষ্টি ঝাপসা"]},
{"q":"চোখের যে রোগটি বয়স্কদের বেশি দেখা যায় তার নাম কি?","a":"চালসা","o":["কনজাংকটিভাইটিস","চালসা","রাতকানা","ক্যাটারাক্ট"]},
{"q":"মানব শরীরের কোন অংশে কোন রক্ত জালিকা থাকে না ?","a":"কর্নিয়া","o":["রেটিনা","কর্নিয়া","লেন্স","আইরিস"]},
{"q":"অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোশ ?","a":"রড কোশ","o":["কোন কোশ","রড কোশ","রেটিনা কোশ","নিউরন"]},
{"q":"কোন ছিদ্রের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে?","a":"তারারন্ধ্রের মাধ্যমে","o":["রেটিনা","তারারন্ধ্রের মাধ্যমে","কর্নিয়া","পুতুল"]},
{"q":"কোন বস্তুকে পষ্ট ভাবে দেখার জন্য মানব চক্ষুর থেকে বস্তুর দূরত্ব কত হওয়া উচিত?","a":"২৫ cm","o":["১০ cm","১৫ cm","২৫ cm","৫০ cm"]},
{"q":"তির্যক দৃষ্টি রোগ বলতে কি বুঝায় ?","a":"দুটি চোখ একই সময় একই দৃশ্য দেখতে না পাওয়ার ঘটনাকে বোঝোয়","o":["এক চোখে দৃষ্টি","দুটি চোখ একসাথে না দেখা","দুটি চোখ একই সময় একই দৃশ্য দেখতে না পাওয়ার ঘটনাকে বোঝোয়","অন্ধত্ব"]},
{"q":"মানুষের চোখের জলে কোন অ্যসিড বিদ্যমান থাকে?","a":"সিয়ালিক","o":["হাইড্রোক্লোরিক","সিয়ালিক","ল্যাকটিক","অ্যাসিটিক"]},
{"q":"ভিট্টিয়াস হিউমারের কাজ কি?","a":"মানুষের চোখের বলের আকার প্রদান করা","o":["রঙ দেয়","আকার প্রদান","দৃষ্টি সৃষ্টি","রক্ত প্রবাহ"]},
{"q":"মানুষের চোখ কত মেগাপিক্সেলের হয়?","a":"৫৭৬ মেগাপিক্সেল","o":["১০০","২০০","৫৭৬ মেগাপিক্সেল","১০০০"]},
{"q":"কোন ঘটনার জন্য মানুষ তার চোখ দ্বারা কোন বস্তুকে দেখতে পায়?","a":"প্রতিফলন","o":["প্রতিসরণ","প্রতিফলন","বিচ্ছুরণ","আলোকন"]},
{"q":"চোখের কোরয়েড অংশে পুষ্টির যোগান দেয় কে?","a":"রেটিনা","o":["আইরিস","রেটিনা","লেন্স","কর্নিয়া"]},
{"q":"কোন প্রাণীর চোখের আকার মস্তিষ্কের থেকে বড় হয় ?","a":"উটপাখি","o":["হাতি","উটপাখি","গরু","বিড়াল"]},
{"q":"উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য কি রকম হয় ?","a":"পজেটিভ (+)","o":["নেগেটিভ (-)","পজেটিভ (+)","শূন্য","অপরিবর্তিত"]},
{"q":"ডায়াপটার কিসের একক ?","a":"লেন্সের পাওয়ার","o":["ফোকাস","লেন্সের পাওয়ার","কোণ","আয়তন"]},
{"q":"চোখের কোন রোগ হলে উত্তল লেন্স ব্যবহার করা হয়?","a":"দীর্ঘ দৃষ্টি ত্রুটি","o":["নিকট দৃষ্টি","দীর্ঘ দৃষ্টি ত্রুটি","চালসা","রাতকানা"]},
{"q":"রেটিনার আগে কোন বস্তুর প্রতিবিম্ব গঠিত হলে তা কোন রোগকে ইঙ্গিত দেয় ?","a":"নিকট দৃষ্টি রোগ","o":["দূর দৃষ্টি","নিকট দৃষ্টি রোগ","রাতকানা","চালসা"]},
{"q":"চোখের অশ্রু তৈরি করা কার কাজ?","a":"অ্যাকুয়াস হিউমারের","o":["লেন্স","রেটিনা","অ্যাকুয়াস হিউমারের","আইরিস"]},
{"q":"সিলিয়ারি পেশির কাজ কি ?","a":"চোখের লেন্স এডজাস্টমেন্টে সাহায্য করা","o":["রঙ দেয়","লেন্স এডজাস্টমেন্টে সাহায্য","দৃষ্টি পরিষ্কার","ফোকাস বাড়ানো"]},
{"q":"নিক্টোলোপিয়া কোন রোগের অপর নাম?","a":"রাতকানা","o":["চালসা","রাতকানা","ক্যাটারাক্ট","গ্লুকোমা"]},
{"q":"রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়?","a":"ভিটামিন-এ","o":["ভিটামিন-বি","ভিটামিন-সি","ভিটামিন-এ","ভিটামিন-ডি"]},
{"q":"কুকুর ও বিড়াল স্বল্প আলোতেও ভালো দেখতে পাওয়ার কারণ কি?","a":"রড কোষের সংখ্যা বেশি থাকার জন্য","o":["লেন্স বড়","রড কোষের সংখ্যা বেশি থাকার জন্য","চোখ উজ্জ্বল","রেটিনা ঘন"]},
{"q":"চোখের রেটিনার কাজ কি?","a":"প্রতিবিম্ব অনুসারে দৃষ্টি সংবেদন সৃষ্টি করা","o":["রঙ সৃষ্টি","দৃষ্টি সংবেদন সৃষ্টি","আলো প্রতিফলন","আকার নির্ধারণ"]},
{"q":"একনেত্র দৃষ্টি দেখা যায় কোন প্রাণীর ?","a":"গরু, ঘোড়া, ব্যাঙ প্রভৃতি","o":["মানুষ","কুকুর","গরু, ঘোড়া, ব্যাঙ প্রভৃতি","বিড়াল"]}
]