সাধারণ বিজ্ঞান MCQ, প্রশ্নোত্তর ও জেনারেল নলেজ বাংলা ভাষায় জানতে চান? এখানে পাবেন General Science questions in Bengali, GK questions Bengali with answers, এবং সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর একসাথে। স্টুডেন্ট ও প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য উপযোগী। পড়ুন, শিখুন এবং প্রস্তুতি নিন সহজে ও সঠিকভাবে।
Important General Science Questions
1। প্রতি ১০০ মিলি লিটারে রক্তে গ্লুকোজের স্বাভাবিক পরিমাণ কত ?
উত্তর:- অতি ১০০ মিলিলিটারে রক্তে গ্লুকোজের পরিমাণ ৮০ থেকে ১২০ মিলিগ্রাম।
2। হৃদপিন্ডের স্বাভাবিক ওজন কত ?
উত্তর:- হৃদপিন্ডের স্বাভাবিক ওজন ৩০০ থেকে ৩৩০ গ্রাম ।
3। আরশোলার হৃদপিন্ডে কতগুলি প্রকোষ্ঠ থাকে ?
উত্তর:-১৩ টি প্রকোষ্ঠ থাকে ।
4। জার্মান সিলভারের প্রধান উপাদান কি কি ?
উত্তর:- তামা, দস্তা ও নিকেল
5। ভাইরাস কথাটির অর্থ কি ?
উত্তর:- বিষ
6। আয়তনের সবচেয়ে ছোট ভাইরাসের নাম কী ?
উত্তর :- রাইনো ভাইরাস
7। আয়তনে সবচেয়ে বড় ভাইরাসের নাম কি ?
উত্তর:- বসন্ত ভাইরাস
8। লঘু মস্তিষ্ক কি করে ?
উত্তর:- লোগো মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে ।
9। মানব দেহের সবচেয়ে বড় স্নায়ু টির নাম কি ?
উত্তর:- সায়াটিক নার্ভ
10। অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি ?
উত্তর:- ইন্ডোল এসিটিক অ্যাসিড
11। জিব্বেরেলিনের রাসায়নিক নাম কি ?
উত্তর:- জিব্বেরেলিক অ্যাসিড
12। মানুষের দেহকোষে কতগুলি ক্রোমোজোম থাকে ?
উত্তর:- (২৩ জোড়া )৪৬ টি
13। সংকটকালীন হরমোন বলা হয় কাকে ?
উত্তর:- অ্যাড্রিনালিন হরমোন
14। বীজ বিহীন ফল উৎপাদনে সাহায্য করে কোন হরমোন ?
উত্তর:- অক্সিন হরমোন
15। বহিঃক্ষরা ও অন্তক্ষরা উভয় গ্রন্থি হিসেবে কাজ করে কে ?
উত্তর:- অগ্নাশয় গ্রন্থি
16। কোষের শক্তিঘর বলা হয় কাকে ?
উত্তর:- মাইটোকনড্রিয়া কে
17। তিমির শ্বাস অঙ্গের নাম কি ?
উত্তর :- ফুসফুস
18। মানবদেহের দীর্ঘতম কোষের নাম কি ?
উত্তর:- নিউরোন
19। স্বর্পগন্ধা উদ্ভিদের মূলে কি পাওয়া যায় ?
উত্তর :- রেসারপিন
20। সর্বজনীন দাতা বলা হয় কোন গ্রুপ যুক্ত রক্তকে ?
উত্তর :- O
21। তেঁতুলে কোন এসিড পাওয়া যায় ?
উত্তর:- টারটারিক অ্যাসিড
22। ক্ষুদ্রতম পাখির নাম কি ?
উত্তর:- হামিংবার্ড
23। রক্ত তঞ্চনে সাহায্যকারী খনিজ মৌলের নাম কি ?
উত্তর:- Ca²+
24। RBC কতদিন বাঁচে ?
উত্তর:- প্রায় ১২০ দিন
25। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন উপাদান ?
উত্তর:- ভিটামিন K
26। একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্পন্দনের হার মিনিটে কতবার ?
উত্তর :- ৭০ থেকে ৮০ বার
27। রং শিল্পে ব্যবহৃত রেচন পদার্থ টির নাম কি ?
উত্তর:- রজন
28। ব্যাঙাচির রূপান্তরের সাহায্য করে কে ?
উত্তর:- থাইরক্সিন
29। অ্যান্টিডায়াবেটিস হরমোন কাকে বলা হয় ?
উত্তর:- ইনসুলিন
30। মানবদেহের সবচেয়ে ক্ষুদ্র অনাল গ্রন্থটির নাম কি ?
উত্তর:- পিনিয়াল গ্রন্থি
- অন্যান্য মক টেস্টগুলি 👇
31। হাঁপানি শ্বাসকষ্ট দূর করতে কোন হরমোন প্রয়োগ করা হয় ?
উত্তর:- অ্যাড্রিনালিন হরমোন
32। মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি ?
উত্তর:- ফিমার
33। মানব দেহের সবচেয়ে ছোট পেশী কোথায় রয়েছে ?
উত্তর:- চোখে রয়েছে সিলিয়ারি পেশী
34। কেঁচোর গমন অঙ্গের নাম কি ?
উত্তর:- সিটা
35। অ্যামিবার গমন অঙ্গের নাম কি ?
উত্তর:- ক্ষণপদ
36। মানবদেহে সবচেয়ে ছোট গ্রন্থির নাম কি ?
উত্তর:- পিটুইটারি
37। মানুষের প্রধান রেচন পদার্থ কি ?
উত্তর:- ইউরিয়া
38। মানুষের ১০০ ml রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত ?
উত্তর:- ১৪.৫ গ্রাম
39। মানুষের স্বাভাবিক রক্ত কি রকম প্রকৃতির ?
উত্তর :- ক্ষারীয় প্রকৃতির
40। রক্তের চাপ মাপার যন্ত্রের নাম কি ?
উত্তর:- স্ফিগমোম্যানোমিটার
41। বৃহত্তম স্তন্যপায়ী প্রাণীর নাম কি ?
উত্তর:- নীল তিমি (Blue Whale)
42। বৃহত্তম ডিম কোনটি ?
উত্তর:- উট পাখির ডিম
43। বায়ুর গতি ও গতিপথ মাপক যন্ত্রের নাম কি ?
উত্তর:- অ্যানিমোমিটার
44। বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি ?
উত্তর:- ব্যারোমিটার
45। সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি ?
উত্তর:-ফ্যাদোমিটার
46। বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কোন ধর্মের জন্য ?
উত্তর:- পৃষ্ঠটান
47। চাপের এসআই একক কি ?
উত্তর:- পাস্কাল
48। তাপের এসআই একক কি ?
উত্তর:- জুল
49। শব্দের তীব্রতার নিরাপদ সীমা কত ডেসিবেল ?
উত্তর ৬৫ ডেসিবেল (DB)
50। সোনা কিসের দ্রবীভূত হয় ?
উত্তর :- গাঢ় সালফিউরিক অ্যাসিডে