Class 10 Bengali জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর (MCQ, SAQ) ও আশাপূর্ণা দেবীর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এখানে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। জ্ঞানচক্ষু মক টেস্ট, সহজ ব্যাখ্যা ও জ্ঞানচক্ষু গল্পের সকল প্রশ্নের সমাধান একসাথে পেতে পড়ুন। WBBSE পরীক্ষার্থীদের জন্য উপযোগী অধ্যয়ন উপকরণ।
জ্ঞানচক্ষু অধ্যায় থেকে মক টেস্ট
দশম শ্রেণীর জ্ঞানচক্ষু অধ্যায় থেকে ২০ টি mcq প্রশ্ন দিয়ে মক টেস্ট নিচে রয়েছে । প্রশ্নগুলি পড়ে প্রশ্নের নিচে চারটি করে অপশন থাকবে সেখান থেকে সঠিক অপশন বেছে নিতে হবে । অবশেষে প্রাপ্ত নাম্বার দেখা যাবে ।
মক টেস্টের পর নিচে কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করা হয়েছে।
সঠিক উত্তরে দুইবার ক্লিক (Dubble Click) করতে হবে
জ্ঞানচক্ষু গল্পের প্রশ্নোত্তর
প্রশ্ন 1 এর 20
1. নতুন মেসোমশাই ছিলেন একজন
আপনার স্কোর: 0/20
জ্ঞানচক্ষু থেকে কিছু SAQ প্রশ্ন
১. তপনের নতুন মেসো, কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন ?
উত্তর- আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপনের নতুন মেসো পেশায় একজন অধ্যাপক ছিলেন ।
২. তপনের লেখক হতে বাধা নেই কেন ?
উত্তর:- তপন যখন তার নতুন মেসোকে দেখলো সে বুঝতে পারল যে লেখকরা আর পাঁচজনের মতো সাধারণ মানুষ হয়। তিনি কোন আকাশ থেকে পড়া অন্য কোন জীব নয় । তাই তপন নিজেও লেখক হতে পারে ।
৩. নতুন মেসই বুঝবে - নতুন মেসো কি বুঝবে ?
উত্তর:- আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে নতুন মেসো তপনের লেখার প্রকৃত মূল্য বুঝবে তার কথাই বলা হয়েছে।
৪. তপন তার গল্প লেখার কথা কাকে প্রথম জানিয়েছিল ?
উত্তর:- তপন তার গল্প লেখার কথা প্রথম জানিয়েছিল তার ছোট মাসিকে ।
৫. তপনের লেখা গল্পটির নাম কি ছিল ?
উত্তর:- তপনের লেখা গল্পটির নাম ছিল 'প্রথম দিন' ।
৬. 'গায়ে কাটা দিয়ে উঠল তপনের তপনের' গায়ে কখন কেন কাঁটা দিয়ে উঠলো ?
উত্তর:- আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপন একদিন দুপুরবেলা সে একটা খাতা কলম নিয়ে, মামা বাড়ির তিন তলা সিড়িতে বসে সারা দুপুর ধরে একটা আস্ত গল্প লিখে ফেলে। জীবনের প্রথম লিখে ফেলা গল্প সে যখন পড়ে তারপর আনন্দে উত্তেজনায় তপনের সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে ।
৭. "বাবা তোর পেটে পেটে এত" -কে কোন প্রসঙ্গে এই কথাটি বলেছে ?
উত্তর:- আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপনের লেখা বেরোনোর পরেই বাড়িতে হইচই পড়ে যায় । তপনের মধ্যে যে লুকোনো প্রতিভা ছিল তা সকলের সামনে প্রকাশিত হয় তাই তপনের মা এই বক্তব্যটি বলেছিলেন ।
৮. নতুন মেসো তপনকে কি বলে আশ্বস্ত করেছিল ?
উত্তর:- তপনের লেখা গল্প দেখে বাড়িতে আসা নতুন মেসো, প্রশংসা করেছিলেন এবং তিনি বলেছিলেন তপনের ভাবনা অন্য ছেলেদের থেকে অনেক আলাদা । মেসো তাকে এই বলে আশ্বস্ত করেছিল "ওর হবে" ।
Mock Test 👇
৯. কারেকশন কথাটির বাংলা অর্থ কি ?
উত্তর:- কারেকশন কথাটির বাংলা অর্থ হল সংশোধন ।
১০. "মেসোর উপযুক্ত কাজ হবে সেটা" কোন কাজ ? উক্তিটি কার ?
উত্তর:- তপনের লেখা প্রথম গল্পটি একটু সংশোধন করে ছাপিয়ে দেওয়া এটাই হবে মেসোর উপযুক্ত কাজ । উক্তিটি করেছেন সদ্য বিবাহিত তপনের ছোট মাসি ।
১১. "সে আল্লার খুঁজে পায় না" কার কথা বলা হয়েছে? আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ কি ছিল ?
উত্তর:- আশাপূর্ণ দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র, তপনের কথা বলা হয়েছে।
তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হওয়ার পর চারিদিকে শুধু মেসোর কৃতিত্বের কথাই বলতে থাকে । গল্পের যে আসল লেখক তার কোন কৃতিত্বই যেন খুঁজে পাই না । অনেকে আবার বলে মেসো না থাকলে হয়তো কোনদিন সন্ধ্যা তারা পত্রিকায় তপনের লেখা প্রকাশিত হতো না । এইসব দেখেই তপনের আহ্লাদ আর হয় না ।
১২. "তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের" কার সম্পর্কে এ মন্তব্য ? তার চেয়ে বলতে কী বোঝানো হয়েছে ?
উত্তর:- জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপনের সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে ।
তপনের লেখা যখন সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হয় , তারপর তার মায়ের কথা অনুসারে গল্পটি পড়তে গিয়ে তপন দেখে গল্পের প্রতিটি লাইন তার কাছে অপরিচিত । তার ছোট মেসো সংশোধনের নামে তপনের পুরো গল্প পরিবর্তন করে নতুন একটি গল্প প্রকাশিত করেছে । এই গল্পের মধ্যে তপন তার নিজের কোন লাইন খুঁজে পাই না । নিজের লেখা পড়তে গিয়ে যখন তখন অন্যের লেখা পড়ে তার থেকে দুঃখের কিছু আছে বলে তখনই মনে হয় না। এখানে তার চেয়ে বলতে এই ঘটনা কোথায় বলা হয়েছে ।