বাংলায় সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন এর মাধ্যমে আপনার সাধারণ জ্ঞানের পরীক্ষা করুন । বিনামূল্যে বাংলায় GK মক টেস্ট দিন এবং চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন! আমাদের অনলাইন মক টেস্ট বাংলা প্ল্যাটফর্মে পাবেন জেনারেল নলেজ মক টেস্ট 2025, চাকরির পরীক্ষার মক টেস্ট ও GK Questions Bengali Mock Test। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরসহ প্র্যাকটিস করুন এবং নিজের দক্ষতা যাচাই করুন। ফ্রি মক টেস্ট ইন বাংলা দিয়ে আজই প্রস্তুতি শুরু করুন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করুন।
বাংলায় GK মক টেস্ট : 2025 Quiz
সাধারণ জ্ঞানের (GK) উপর নির্ভর করে ২৫ টি প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে । আপনারা প্রশ্নগুলি ভালো করে পড়ে তারপর সঠিক উত্তরে চাপ দিবেন। আপনার উত্তরটি সঠিক হলে সবুজ বর্ণ দেখা যাবে । এছাড়া যদি উত্তরটি ভুল হয় সেই ক্ষেত্রে আপনাকে লাল রং-প্রদর্শিত করবে। সমস্ত প্রশ্ন উত্তর করে দেয়ার পর আপনার পরীক্ষার ফলাফল দেখা যাবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে আপনারা প্রশ্নগুলির উত্তর পড়ে নিতে পারেন । প্রতিযোগিতায় যেসব প্রশ্ন রয়েছে সেই গুলির উত্তর নিচের দিকে আলোচনা করা আছে । নিচের দিকে scroll করে উত্তরগুলো দেখে নিন ।
উত্তর বাছাই করার জন্য অপশনে (2 Times) দুইবার চাপ দিবেন ।
Multiple Choice Quiz
Gk প্রশ্ন উত্তর : 2025
১. ভারতের বৃহত্তম নগরী হলো কলকাতা।
২. উত্তর আমেরিকার তৃণভূমি স্থানীয় নাম হলো প্রেইরি
৩. ব্রাজিলের রাজধানীর নাম হল ব্রাসিলিয়া।
৪. মেরি কুরি পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন ।
৫. পৃথিবীতে পতঙ্গ জাতীয় প্রাণীর সংখ্যা সর্বাধিক বেশি ।
৬. ভারতরত্ন পদকটির আকৃতি অশ্বথ পাতার মতো।
৭. পৃথিবীর বৃহত্তম হদ হল কাস্পিয়ান সাগর ।
৮. রেডক্রস এখনো পর্যন্ত তিনবার শান্তি তে নোবেল পুরস্কার পেয়েছেন ।
৯. রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৯৩ সালে নোবেল পেয়েছেন ।
১০. ব্যোমকেশ বক্সী চরিত্রটির স্রষ্টা হলেন শরদিন্দু বন্দোপাধ্যায় ।
১১. ভারতের রেলে ১৭ টি জোন অবস্থিত ।
১২. ভারতের বৃহত্তম মসজিদ হল জুম্মা মসজিদ ।
১৩. আ্যানথ্রোফোবিয়া হল মানুষের থেকে ভয় পাওয়া ।
১৪. পৃথিবীর বৃহত্তম শহর হলো লন্ডন।
১৫. ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হল উত্তর প্রদেশ ।
১৬. গৃহদাহ উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়।
১৭. হারজ বা চরজি কমিক্স চরিত্রটি হল টিনটিন।
১৮. 'Tiger of the Snows' আত্মজীবনী লেখক হলেন তেনজিং নোরগে।
১৯. ভারতের প্রথম মহাকাশযাত্রী হলেন রাকেশ শর্মা ।
২০. আরোগ্য নিকেতন বইটির লেখক হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ।
২১. সহজ পাঠ বইয়ের অলংকরণ করেছেন নন্দলাল বসু ।
২২. পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্রের নাম হলো নেপাল।
- অন্যান্য প্রশ্নগুলি 👇
২৩. ক্যামেরা আবিষ্কৃত হয় ১৮৮৮ সালে ।
২৪. হুড্রু জলপ্রপাত সুবর্ণরেখা নদীতে অবস্থিত ।
২৫. বাংলার কীটপতঙ্গ বইটি লিখেছেন গো
পাল চন্দ্র ভট্টাচার্য ।