ভারতীয় সংবিধান (Indian Constitution)কুইজ – GK
পরীক্ষার প্রস্তুতি বা সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য পড়ুন – ভারতীয় সংবিধান কুইজ ও সংবিধান প্রশ্ন উত্তর সব মিলিয়ে Indian Constitution quiz Bengali এবং সংবিধান কুইজ বাংলা কতগুলি প্রশ্ন তুলে ধরা হয়েছে ।1. সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন?
উঃ ডঃ রাজেন্দ্র প্রসাদ
2. কাকে 'ভারতীয় সংবিধানের স্থপতি' বলে উল্লেখ করা হয়েছে?
উঃ বি আর আম্বেদকর
3. ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল?
উঃ 389 জন
4. কোন তারিখ থেকে ভারতীয় সংবিধান কার্যকরী হয়?
উঃ 26 জানুয়ারি, 1950
5. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উঃ দিল্লি
6. ভারতীয় গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসেবে কে নিযুক্ত ছিলেন?
উঃ বি এন রাও
7. গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল?
উঃ 7 জন
8. কে 'ভারতবন্ধু' নামে পরিচিত ছিলেন?
উঃ ক্লিমেন্ট এটলি
9. গণপরিষদে কবে ভারতীয় জাতীয় পতাকা গৃহীত হয়?
উঃ 22 জুলাই, 1947
10. কবে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল?
উঃ 26 নভেম্বর, 1949
11. গণপরিষদের সহ সভাপতি কে ছিলেন?
উঃ হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়
12. গণপরিষদের প্রবিনতম সদস্য কে ছিলেন?
উঃ ডঃ সচ্চিদানন্দ সিনহা
13. ভারতের সংবিধান কোন তারিখে কার্যকর হলো?
উঃ 26 জানুয়ারি, 1950
14. ভারতের নবীনতম রাজ্য কোনটি?
উঃ তেলেঙ্গানা
15. কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয়?
উঃ 1975 সালে
16. কোন রাজ্য ভেঙে ছত্রিশগড় রাজ্য গঠিত হয়?
উঃ মধ্যপ্রদেশ
17. ভারতের রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন?
উঃ সংসদ ও রাজ্য আইনসভার নির্বাচকমণ্ডলী দ্বারা
18. হাইকোর্টের প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন?
উঃ রাষ্ট্রপতি
19. ভারতের উপরাষ্ট্রপতিকে কে নির্বাচন করেন?
উঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ
20. রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে নতুন নির্বাচন?
উঃ 6 মাসের মধ্যে
21. রাষ্ট্রপতি রাজ্যসভায় মোট কতজন সদস্যকে মনোনীত করতে পারেন?
উঃ 12 জন
22. ভারতবর্ষের 'প্রথম নাগরিক' কাকে বলা হয়?
উঃ রাষ্ট্রপতি
23. কে প্রথম উপরাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হন?
উঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
24. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে?
উঃ প্রতিভা দেবী সিং পাটিল
25. কেশবানন্দ ভারতী মামলা কত সালে হয়েছিল?
উঃ 1973 সালে
26. কোন সংশোধনীর মাধ্যমে 'সমাজতান্ত্রিক' ও 'ধর্মনিরপেক্ষ' যুক্ত হয়?
উঃ 42 তম (1976)
27. ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে 'সংবিধানের আত্মা' বলেছেন?
উঃ ঠাকুরদাস ভার্গব
28. কোন দেশের সংবিধান থেকে মৌলিক অধিকারের ধারণা গৃহীত হয়েছে?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্র
29. কোন দেশের সংবিধান থেকে জরুরি অবস্থার ধারণা এসেছে?
উঃ জার্মানি
30. কোন দেশের সংবিধান থেকে লোকপালের ধারণা এসেছে?
উঃ সুইডেন