ষষ্ঠ শ্রেণির ভূগোল পাঠ্যক্রমে "আমাদের দেশ ভারত" অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সুবিধার্থে এখানে দেওয়া হলো Class 6 geography amader desh bharat notes, MCQ, ষষ্ঠ শ্রেণির ভূগোল প্রশ্ন উত্তর দশম অধ্যায় সহ সহজ ভাষায় ব্যাখ্যা। এছাড়াও WBBSE Class 6 geography chapter 10 question answer in Bengali এবং গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর দেওয়া হয়েছে যাতে পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করে। তাই যারা খুঁজছেন আমাদের দেশ ভারত class 6 question answer, তাদের জন্য এটি হবে সেরা নোটস।
Class 6 Geography Chapter 10 SAQ Notes
আমাদের দেশ ভারত
১. ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি ?
উত্তর:- ভারতের দক্ষিণতম স্থলবিন্দু ইন্দিরা পয়েন্ট ।
২. ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি ?
উত্তর:- ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা ।
৩. ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি ?
উত্তর:- ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য হল উত্তর প্রদেশ ।
৪. ভারতের সবচেয়ে জন বিরল রাজ্য কোনটি ?
উত্তর:- ভারতের সবচেয়ে জনবিরল রাজ্য হল সিকিম ।
৫. ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?
উত্তর:- ভারতের বৃহত্তম রাজ্য হল রাজস্থান ।
৬. ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি ?
উত্তর:- ভারতের ক্ষুদ্রতম রাজ্য হল গোয়া ।
৭. কর্কটক্রান্তি রেখা, ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে ?
উত্তর:- কর্কটক্রান্তি রেখা ভারতের মিজোরাম, ত্রিপুরা, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট রাজ্যের মধ্যে দিয়ে গেছে ।
৮. জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কিরূপ ?
উত্তর:- জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান
৯. আয়তনে পৃথিবীতে ভারতের স্থান কত ?
উত্তর:- আয়তনের পৃথিবীতে ভারতের স্থান সপ্তম ।
১০. ভারতের মূল ভূখণ্ডের বিস্তার কত ?
উত্তর:- উত্তর ও দক্ষিণে ৩২১৪ কিমি এবং পূর্ব পশ্চিমে এর বিস্তার ২৯৩৩ কিমি ।।
১১. ভারতের প্রতিবেশী দেশগুলোর নাম কি কি ?
উত্তর:- নেপাল, ভুটান, পাকিস্তান, বাংলাদেশ, চীন, শ্রীলঙ্কা, মায়ানমার ও আফগানিস্তান ।
১২. পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন কোন রাজ্যের সীমানা বাংলাদেশকে স্পর্শ করে আছে ?
উত্তর:- আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামের সীমানাকে স্পর্শ করে আছে ।
১৩. কোণ রেখা ভারত কে উত্তর ও দক্ষিণে সমান দুভাগে ভাগ করেছে?
উত্তর: - কর্কটক্রান্তি রেখা ।
১৪. কত ডিগ্রি দ্রাঘিমারেখা ভারতকে পূর্ব পশ্চিমে ভাগ করেছে?
উত্তর: - 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা ।
১৫. বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা কয়টি?
উত্তর: - 28 টি
১৬. ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি?
উত্তর: - গডউইন অস্টিন
১৭. ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কী?
উত্তর - কারাকোরাম পর্বতের সিয়াচেন হিমবাহ ।
১৮. ভারতের প্রধান নদীর নাম কী?
উত্তর: - ভারতের প্রধান নদী হল গঙ্গা ।
১৯. গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম কি ?
উত্তর:- গঙ্গা নদীর প্রধান উপনদী হলো যমুনা ।
২০. ভারতের একমাত্র মরুভূমির নাম কী?
উত্তর: - থর মরুভূমি
২১. প্রতিবেশী দেশ বলতে কী বোঝায় ?
উত্তর: কোন দেশের আশেপাশে অবস্থিত দেশগুলোকে ওই দেশের প্রতিবেশী দেশ বলে ।
২২. ভারতের সংবিধান স্বীকৃত ভাষা গুলির নাম কি কি ?
উত্তর:- ভারতের সংবিধান স্বীকৃত মোট ভাষা ২২ টি । সেগুলি হল - হিন্দি, তেলেগু, বাংলা, তামিল, মারাঠি, উর্দু, গুজরাটি, মালায়ালাম, পাঞ্জাবি, উড়িয়া, কানাডা, অসমীয়া, কাশ্মিরি, মনিপুরী, সিনন্ধি, নেপালি, বোরো, মৈথিলী, ডোগরি, সাঁওতালি, কোঙ্কোনি ও সংস্কৃত ।