Class 8 Geography West Bengal Board শিক্ষার্থীদের জন্য এখানে রয়েছে West Bengal Class 8 Geography Chapter 3 MCQ ও শিলা MCQ (Rocks MCQ Class 8) সহ সম্পূর্ণ সমাধান। Igneous, Sedimentary ও Metamorphic Rock MCQ সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। WBBSE Geography Class 8 পরীক্ষার জন্য এটি অত্যন্ত সহায়ক।
WBBSE Class 8 Geography Chapter 3 (শিলা) Rocks Short Question | পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় ছোট প্রশ্ন
1. শিলা বলতে কী বোঝায়?
উত্তর: ভূপৃষ্ঠের শক্ত আবরণ
উত্তর: তিনটি
3. আদি শিলা কোনটি?
উত্তর: আগ্নেয় শিলা
4. নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ কোনটি?
উত্তর: বেসাল্ট
5. উদবেধী আগ্নেয় শিলার উদাহরণ কোনটি?
উত্তর: গ্রানাইট
6. পাললিক শিলা তৈরির প্রধান কারণ কী?
উত্তর: ক্ষয়প্রাপ্ত পদার্থ জমা হওয়া
7. কোন শিলায় জীবাশ্ম পাওয়া যায়?
উত্তর: পাললিক শিলা
8. রূপান্তরিত শিলার উদাহরণ কোনটি?
উত্তর: মার্বেল
9. পেট্রোলজি কোন বিষয়ের অধ্যয়ন?
উত্তর: শিলা
10. মিনারলজি কোন বিষয়ের অধ্যয়ন?
উত্তর: খনিজ11. মোহ স্কেল ব্যবহৃত হয় কোনটি মাপতে?
উত্তর: খনিজের কঠিনতা
12. কোয়ার্টজ কোথায় ব্যবহৃত হয়?
উত্তর: কাঁচ ও গহনা তৈরিতে
13. সিলেট পাথর কোথায় ব্যবহৃত হয়?
উত্তর: ব্ল্যাকবোর্ডে লেখার কাজে
14. কোন শিলার মধ্যে কেলাস গঠন ভালো দেখা যায়?
উত্তর: হিরে, ব্যালসাইট, কোয়ার্টজ
15. পাললিক শিলার একটি বৈশিষ্ট্য কী?
উত্তর: স্তরায়ন
16. ক্ষয়প্রাপ্ত শিলা-চূর্ণকে কী বলা হয়?
উত্তর: রেগোলিথ
17. কংগ্লোমারেট কোন ধরনের শিলা?
উত্তর: সংঘাতশিলা
18. জিপসাম কোন ধরনের শিলা?
উত্তর: সালফেট জাতীয় পাললিক19. চুনাপাথর কোন কাজে ব্যবহার হয়?
উত্তর: সিমেন্ট ও ইস্পাত শিল্পে
20. শিলা চক্রের মূল দায়ী উপাদান কোনটি?
উত্তর: তাপ, চাপ ও ক্ষয়
21. ম্যাগমা শীতল হয়ে কোন শিলা গঠন করে?
উত্তর: আগ্নেয় শিলা
22. উপপাতলিক শিলার উদাহরণ কোনটি?
উত্তর: ডোলেরাইট
23. পাললিক শিলায় সাধারণত কী পাওয়া যায়?
উত্তর: জীবাশ্ম
24. কোন শিলা প্রচণ্ড তাপ ও চাপের ফলে গঠিত হয়?
উত্তর: রূপান্তরিত শিলা
25. গ্রানাইট শিলার রং লাল হওয়ার কারণ কী?
উত্তর: অক্সাইডের পরিমাণ বেশি26. সিলিকন ও অক্সিজেন কোনটির প্রধান উপাদান?
উত্তর: শিলা
27. বেলে পাথর কোন ধরনের শিলা?
উত্তর: পাললিক শিলা
28. ল্যাটেরাইট মৃত্তিকা কোন খনিজের উপস্থিতিতে তৈরি হয়?
উত্তর: লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইড
29. গ্রানাইট কোন ধরনের শিলা?
উত্তর: উদবেধী আগ্নেয় শিলা
উত্তর: উদবেধী আগ্নেয় শিলা
30. কোন শিলা রাসায়নিক উপায়ে সৃষ্টি হতে পারে?
উত্তর: অসংঘাতশিলা31. কাঁচ তৈরিতে কোন খনিজ ব্যবহৃত হয়?
উত্তর: ফেল্ডস্পার
উত্তর: ফেল্ডস্পার
32. কংগ্লোমারেট কোন ধরনের শিলা?
উত্তর: সংঘাতশিলা
উত্তর: সংঘাতশিলা
33. মাইকা কোথায় পাওয়া যায়?
উত্তর: গ্রানাইটে
উত্তর: গ্রানাইটে
34. বিশ্বারলাইট কোন ধরনের শিলা?
উত্তর: অভিক্ষারকীয় শিলা
উত্তর: অভিক্ষারকীয় শিলা
35. কোন শিলায় ফাটলের প্রবেশ্যতা বেশি?
উত্তর: আগ্নেয় শিলা
উত্তর: আগ্নেয় শিলা
36. বেলে পাথর কোথায় ব্যবহৃত হয়?
উত্তর: নির্মাণকার্যে
উত্তর: নির্মাণকার্যে
37. চুনাপাথরযুক্ত অঞ্চলের বিশেষ ভূমিরূপ কোনটি?
উত্তর: কার্স্ট ভূমিরূপ38. রূপান্তরিত শিলা নিস কোথায় ব্যবহৃত হয়?
উত্তর: রাস্তাঘাট নির্মাণে
উত্তর: রাস্তাঘাট নির্মাণে
39. বেলে পাথরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী?
উত্তর: বিভিন্ন রং হতে পারে
উত্তর: বিভিন্ন রং হতে পারে
40. পাললিক শিলায় তেল-গ্যাস ভাণ্ডার পাওয়া যায় কেন?
উত্তর: শিলার প্রবেশ্যতা বেশি
উত্তর: শিলার প্রবেশ্যতা বেশি
📌 Frequently Asked Questions (FAQ)
1. শিলা বলতে কী বোঝায়?
ভূপৃষ্ঠের শক্ত আবরণকে শিলা বলে।
2. শিলা কয়টি শ্রেণীতে বিভক্ত?
শিলা মোট তিনটি প্রধান শ্রেণীতে বিভক্ত — আগ্নেয়, পাললিক ও রূপান্তরিত।
3. আদি শিলা কোনটি?
আদি শিলা হলো আগ্নেয় শিলা, যা ম্যাগমা শীতল হয়ে তৈরি হয়।
4. নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ কী?
নিঃসারী আগ্নেয় শিলার প্রধান উদাহরণ হলো বেসাল্ট।
5. কোন শিলায় জীবাশ্ম পাওয়া যায়?
জীবাশ্ম সাধারণত পাললিক শিলায় পাওয়া যায়।

