মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন MCQ Online Test
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. মৌমাছি কয় প্রকার ও কী কী?
মৌমাছি তিন প্রকার। যথা— (i) রানি মৌমাছি, (ii) পুরুষ মৌমাছি ও (iii) শ্রমিক বা কর্মী মৌমাছি।
২. আমের দশটি প্রজাতির নাম লেখো।
পেয়ারাফুলি, রানিপসন্দ, ঝুমকোফজলি, নীলাম, চৌসা, দশেরা, আম্রপালি, আলফানসো, বেগমফুলি, হিমসাগর, বোম্বাই, ল্যাংড়া, গোলাপখাস, সফদরপসন্দ বা বীড়া।
৩. কয়েকটি আগাছা উদ্ভিদের নাম লেখো।
কয়েকটি আগাছা উদ্ভিদ হল— চেনোপোডিয়াম, ঘাস, পার্থেনিয়াম ও অ্যামারান্থাস।
৪. সিয়ন (Scion) বলতে কী বোঝায়?
জোড়কলম তৈরি করার সময় দ্রুত বৃদ্ধি সম্পন্ন, উন্নতমানের, উচ্চফলনশীল যে কাণ্ড অংশ ব্যবহার করা হয়, তাকে সিয়ন বলে।