অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
class 8 poribesh o bigyan chapter 1 question answer | class 8 chapter 1 question answer | অষ্টম শ্রেণির বিজ্ঞান প্রথম অধ্যায় |অষ্টম শ্রেণির বিজ্ঞান প্রথম অধ্যায় সমাধান | অষ্টম শ্রেণি বিজ্ঞান ভৌত পরিবেশ class 8 | class 8 biggan question answer | বিজ্ঞান class 8 question answer lesson 1
পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বিজ্ঞান ও পরিবেশ বিষয়ের প্রথম অধ্যায়ের ভৌত পরিবেশ অর্থাৎ বল ও চাপের অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিচে আলোচনা করা হলো | এই প্রশ্নগুলি এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই যতটা সম্ভব এই প্রশ্নগুলি ভালো করে পড়ে নেবে । প্রশ্নগুলি ভালো করে পড়ার পর খাতায় লিখে অভ্যাস করবে যাতে দীর্ঘ সময় মনে রাখা যায়, পরীক্ষায় ভালো ফল করার জন্য লিখে অভ্যাস করা খুবই গুরুত্বপূর্ণ, অনলাইনে অর্থাৎ এখানে পড়ার পাশাপাশি অবশ্যই পাঠ্য বই ও শিক্ষক বা শিক্ষিকার লিখিত প্রশ্নগুলি ভালোভাবে অভ্যাস করবে ।নিচে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হলো --
ভৌত পরিবেশ
বল ও চাপ
* সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর *
1. SI এবং CGS পদ্ধতিতে বল মাপার একক কি ?
উত্তর:- এস আই পদ্ধতিতে বল মাপার একক নিউটন । সিজিএস পদ্ধতিতে বল মাপের এক ডাইড
২. এক নিউটন বল কাকে বলে ?
উত্তর :- একটি এক কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে এক মিটার প্রতি সেকেন্ডে² ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে এক নিউটন বল বলে।
৩. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কি জানা যায় ?
উত্তর:- কোন বস্তুর উপর যত বেশি বল প্রয়োগ করা হবে বস্তুটিতে ততো বেশি ত্বরণ উৎপন্ন হবে, অর্থাৎ বল দ্বিগুণ করলে তরন দ্বিগুণ হবে । তাই নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ পাওয়া যায়।
৪. ঘর্ষণের দুটি সুবিধা উল্লেখ করো
উত্তর :- না থাকলে পৃথিবীতে রাস্তা বাড়িঘর স্কুল বিদ্যালয় স্থির থাকত না, রাস্তা দিয়ে যানবাহন চলতে পারত না ।
ঘর্ষণ বলের ফলেই আমরা হাটতে পারি ।
৫. ঘর্ষণের দুটি অসুবিধার উল্লেখ কর
উত্তর:- ঘর্ষণ গতির বিপক্ষে কাজ করে তাই বস্তুর গতিকে কমিয়ে দেয় ।
ঘর্ষণের ফলে তলের ক্ষয় হয় ।
৬. আর্কিমিডিসের সূত্রটি কী ?
উত্তর :- স্থির তরল বা গ্যাসীয় পদার্থের কোন বস্তুকে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে বস্তুটি কিছু পরিমাণ আপাত ওজন হ্রাস ঘটে যা বস্তুর ওজন দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান।
৭. বল কাকে বলে ?
উত্তর:- বাইরে থেকে যা প্রয়োগ করলে কোন স্থির বস্তুকে সচল করা যায় বা বেগের পরিবর্তন করার চেষ্টা করা হয় ,তাকেই বলে বল ।
৮. জলের সমোচ্চশীলতা ধর্ম কাকে বলে ?
উত্তর:- পরস্পর সংযুক্ত থাকা বিভিন্ন পাত্রের জলের ওপরিতল আনুভূমিক ভাবে সর্বদা একই উচ্চতায় থাকতে চাই। জলের এই ধর্মকে বলা হয় সমোচ্চশীলতা ধর্ম।
৯. ঘর্ষণ বল তৈরি হওয়ার জন্য কতগুলো তলের প্রয়োজন হয় ?
উত্তর:- দুটি তলের প্রয়োজন হয় ।
১০. আয়তন মাপার একক কি ?
উত্তর:- আয়তন মাপার একক হল গ্যালন ।
১১. কোন স্থির বস্তুকে গতিশীল করতে কি প্রয়োজন হয় ?
উত্তর:-কোন স্থির বস্তুকে গতিশীল করতে বলের প্রয়োজন হয় ।
১২. ১ কেজি সমান কত নিউটন ?
উত্তর:- এক কেজি সমান 9.8 নিউটন ।
১৩. প্লবতা সংক্রান্ত সূত্রটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন ?
উত্তর :- বিজ্ঞানী আর্কিমিডিস
১৪. বস্তুর ওজন বা অভিকর্ষজ বল কাকে বলে?
উত্তর:- কোন বস্তু পৃথিবীর কেন্দ্রের বা নিচের দিকে যে পরিমাণ বল প্রয়োগ করে টানে বা আকর্ষণ অনুভব করে তাকে অভিকর্ষজ বল বা ওজন বলে।
১৫. দুই হাতের তালু ঘর্ষণ করলে গরম হয় কেন?
উত্তর :- দুই হাত এর তালু ঘর ফলে তাপ উৎপন্ন হয় যার ফলে গরম হয়ে ওঠে।
১৬. কাবাডি খেলার সময় খেলোয়াড়রা কেন মাটিতে হাত ঘষে নেয় ?
উত্তর:- হাতের তালুর ওপরের অংশের ঘর্ষণ বল বৃদ্ধি করার জন্য, মাটিতে হাত ঘষে অমসৃণ করে তোলে ।
১৭. লোগো তা কোন অভিমুখে কাজ করে ?
উত্তর :- ঊর্ধ্বমুখে কাজ করে ।
১৮. কোন বস্তুতে ত্বরণ সৃষ্টি করার জন্য কি প্রয়োজন ?
উত্তর:- কোন বস্তুতে ত্বরণ সৃষ্টি করার জন্য বলের প্রয়োজন।
১৯. ক্রিয়া বল এর বিপরীত বলটি কে কি বলে ?
উত্তর:- প্রতিক্রিয়া বল বলে ।
২০. বায়ুর চাপ কত পারোস্তম্ভের চাপের সমান ?
উত্তর:- ৭৬ সেমি পার স্তম্ভের সমান ।
২১. নিউটনের তিনটি গতিসূত্র বিবৃতি কর
উত্তর : প্রথম সূত্র - বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সম গতিতে সরলরেখায় গতিশীল থাকবে ।
দ্বিতীয় সূত্র - বস্তুর ভর বেগ পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক । বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে।
তৃতীয় সূত্র- প্রত্যেক কিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
২২. বল আমাদের কি কি কাজে লাগে ?
উত্তর- স্থির বস্তুকে গতিশীল করতে কাজে লাগে। কোন বস্তুর আকৃতির পরিবর্তন করার জন্য প্রয়োজন। গতিশীল বস্তুর দিক পরিবর্তন করা ।
২৩. জাহাজ নদীর তুলনায় সমুদ্রে গেলে বেশি ভেসে ওঠে কেন ?
উত্তর- নদীর জলের তুলনায় সমুদ্রের জলের ঘনত্ব বেশি হয়। কারণ সমুদ্রের জলে অতিরিক্ত পরিমাণে লবণ থাকে। সুতরাং সময়তন নদীর জলে থেকে সমুদ্রের জলের প্লবতার মান অনেক বেশি হয় । তাই নদীর তুলনায় সমুদ্রের জলে জাহাজ বেশি ভাসে।
২৪. চাপের CGS ও SI একক কি কি ?
উত্তর - চাপের CGS ও SI একক যথাক্রমে ডাইন/সেমি² ও নিউটন/ মিটার²
২৫. জলের সমোচ্চশীলতা ধর্মের দুটি ব্যবহারিক প্রয়োগ লিখ
উত্তর - শহরের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া ও জমিতে জল সেচের ব্যবস্থা করা ।