কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এবং কোন কোন বাদ্যযন্ত্র রয়েছে—এ নিয়ে অনেকেরই কৌতূহল। এই আর্টিকেলে আমরা ভারতীয় বিখ্যাত শিল্পীদের তালিকা (Indian musicians name list in Bengali), বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তি এবং জনপ্রিয় বাদ্যযন্ত্রের ধরন সহজ ভাষায় তুলে ধরেছি। সঙ্গীতপ্রেমী ও শিক্ষার্থীদের জন্য এটি হবে একটি নির্ভরযোগ্য গাইড।
কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তাদের নামের তালিকা
1. ওস্তাদ আল্লারাখা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?উত্তর:- তবলা
2. পন্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর:- সেতার
3. এম এস গোপালকৃষ্ণান দকোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর:- বেহালা
4. হরিপ্রসাদ চৌরাসিয়া যে বাদ্যযন্ত্রের সাথে যুক্ত সেটি হল?
উত্তর:- বাঁশি
5. জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর:- তবলা
6. পন্ডিত শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর:- সন্তুর
7. চিট্টি বাবু কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর:- বীনা
8. কিষান মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর:- তবলা
9. টি এন কৃষ্ণান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর:- বেহালা
10. পন্ডিত রামনারায়ণ নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর:- সারেঙ্গী
Indian Musicians Name List in Bengali
11. বিখ্যাত একজন বংশীবাদক হলেন
উত্তর:- পান্নালাল ঘোষ
12. তন্ময় বসু হলেন একজন বিখ্যাত?
উত্তর:- তবলা বাদক
13. নিম্নের কোন ব্যক্তি সারেঙ্গী বাদ্যযন্ত্রের সাথে যুক্ত নয়?
উত্তর:- শংকর ঘোষ
14. বিলায়েত খা নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর:- সেতার
15. গোলাম আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর:- সানাই
16. ওস্তাদ আকবর আলি খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর:- সরোদ
17. ভজন সোপোরিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর:- সন্তুর
18. ভি জি যোগ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর:- বেহালা
19. সোমান পিল্লাই কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর:- তানপুরা
20. আমন আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর:- সরোদ
21. বিশ্বমোহন ভাট নিম্নের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর:- গিটার
22. উৎসব লাল কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর:- পিয়ানো
23. পন্ডিত শান্তা প্রসাদ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর:- তবলা
24. ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর:- সানাই
25. নিখিল ব্যানার্জি কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
উত্তর:- সেতার
ওস্তাদ আল্লারাখা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
তবলা
পন্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
সেতার
এম এস গোপালকৃষ্ণান কোন বাদ্যযন্ত্রে দক্ষ?
বেহালা
হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
বাঁশি
জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
তবলা

