Class 8 Science West Bengal Board
Class 8 Science West Bengal Board-এর ছাত্রছাত্রীদের জন্য এই গাইডে রয়েছে ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর, কয়েকটি গ্যাসের পরিচিতি এবং Lesson 3-এর বিস্তারিত সমাধান। অষ্টম শ্রেণীর WBBSE বোর্ড অনুসারে সাজানো এই প্রশ্নোত্তরগুলি সহজ ভাষায় উপস্থাপিত, যা পড়ুয়াদের পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে। ক্লাস 8 বিজ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ টপিকগুলির স্পষ্ট ব্যাখ্যা ও উত্তর এখানে দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে পারে। Class 8 Poribesh o Bigyan question answer খুঁজছেন? তাহলে এই পৃষ্ঠা আপনার জন্য একদম উপযুক্ত। সঠিক ও সংক্ষিপ্তভাবে পাঠ শেখার জন্য আজই পড়ুন এই সম্পূর্ণ গাইডটি। এখানে কয়েকটি ছোট প্রশ্ন ও বড় প্রশ্ন আলোচনা করা হয়েছে, যা তোমাদের তাই সম্পর্কে ধারণা গড়ে তুলতে সাহায্য করবে ।
কয়েকটি গ্যাসের পরিচিতি
1. তরল অক্সিজেনের হিমাঙ্ক কত ?
উত্তর:- -২১৮° সেলসিয়াস
2. সবচেয়ে হালকা গ্যাসের নাম কি?
উত্তর:- হাইড্রোজেন
3. অক্সিজেন কাজে লাগালে গ্লুকোজ থেকে কত গুন বেশি শক্তি পাওয়া যাবে?
উত্তর:- ১৫ গুণ বেশি পাওয়া যাবে
4. কোন অধাতু ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে h2 দেয় ?
উত্তর:- সিলিকন
5. PVC পুরো নাম কি ?
উত্তর:- পলিভিনাইল ক্লোরাইড
6. শর্করা জাতীয় খাদ্যের সরল উপাদান কি ?
উত্তর:- গ্লুকোজ
7. কোন ধাতু h2 গ্যাস শোষণ করে ?
উত্তর:- নিকেল
8. হাইড্রোজেন বায়ুর থেকে কত ভারী?
উত্তর:- ১৪.৪ গুণ ভারী
9. তামার তার কি দিয়ে মোরা থাকে ?
উত্তর:- পিভিসি জাতীয় পলিমার দ্বারা মোরা থাকে
10. পৃথিবীর বায়ুমন্ডলে আয়তন হিসেবে কত ভাগ অক্সিজেন আছে?
উত্তর:- ২০.৬ ভাগ
11. বনস্পতি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর :- হাইড্রোজেন গ্যাস
12. জিওর মাছ ঢাকাতেও বেঁচে থাকে তার কারণ কি?
উত্তর:- তাদের অতিরিক্ত শ্বাসযন্ত্রের জন্য
13. ওজোন গ্যাস কোন গ্যাসের রূপভেদ?
উত্তর :- অক্সিজেন
14. কোন ধাতু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে না?
উত্তর:- প্যালাডিয়াম
15. রকেটের জ্বালানি রূপে কোন গ্যাস ব্যবহার করা হয়?
উত্তর:- তরল হাইড্রোজেন
16. হেবার পদ্ধতিতে কি উৎপন্ন হয়?
উত্তর হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপন্ন হয়।
17. বেলুনে কোন গ্যাস ভরা থাকে?
উত্তর:- হাইড্রোজেন।
18. আজ থেকে ২৫০ কোটি বছর আগে পৃথিবীর সমুদ্রে কোন জীবাণু দেখা গিয়েছিল?
উত্তর :- সায়ানোব্যাকটেরিয়া।
19. অশুদ্ধ লোহার অশুদ্ধি দূর করতে কোন গ্যাস ব্যবহার করা হয় ?
উত্তর :- অক্সিজেন গ্যাস।
20. জল থেকে সরাসরি এইচ ২ তৈরি করতে পারে এমন একটা ঘটনা হলো?
উত্তর :- সোডিয়াম।
21. হাইড্রোজেন গ্যাসের দুটি ব্যবহার লেখ
উত্তর:- হাইড্রোজেন গ্যাস পরীক্ষাগারে বিজারক হিসেবে ব্যবহৃত হয় ।
রকেটে জ্বালানি হিসেবে তরল হাইড্রোজেন ব্যবহার করা হয়।
22. অক্সিজেনের দুটি ব্যবহার লেখ
উত্তর:- জীবজগতের শ্বাসকার্য এর জন্য অক্সিজেনের ব্যবহার হয় ।
নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক এসিডের শিল্প উৎপাদনে অক্সিজেনের ব্যবহার হয়।
পরীক্ষাগারে জারক হিসেবে ব্যবহৃত হয়।
23. অক্সিজেনের দুটি রাসায়নিক ধর্ম লিখ
উত্তর:-অক্সিজেন জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহার সঙ্গে বিক্রিয়া করে মরচে পড়ে।
অক্সিজেন অপরকে দহনে সাহায্য করে।
24. হাইড্রোজেনের দুটি ভৌত ধর্ম লিখ
উত্তর:- হাইড্রোজেন সাধারণত বর্ণহীন, গন্ধহীন একটি গ্যাস।
হাইড্রোজেন নিজে জ্বলে ,কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না।
25. LED পুরো নাম কি?
উত্তর:- Light Emitting Diode
২৬.বাতাসে অক্সিজেনের ঘাটতি হওয়ার ফলে কি হতে পারে এবং কিভাবে তার প্রতিকার করা যেতে পারে ?
পৃথিবীতে জীবদের বেঁচে থাকার জন্য অক্সিজেন অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। পৃথিবীর বুকে প্রাণের অস্তিত্ব রয়েছে তার অন্যতম কারণ এই অক্সিজেনকে বলা যেতে পারে । কিন্তু বর্তমানে বিভিন্ন প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট কারণে বাতাসে অক্সিজেনের ঘাটতি দেখা যাচ্ছে। যার পরিণতি গুলি নিচে আলোচনা করা হলো।
জলবায়ুর ওপরে প্রভাব:- অক্সিজেনের ঘাটতির ফলে পৃথিবীর জলবায়ু ক্রমশ পরিবর্তন হচ্ছে, যার ফলে বিশ্ব উষ্ণায়নের মত সমস্যা দেখা যাচ্ছে। বিশ্ব উষ্ণায়নের ফলে অতিবৃষ্টি খরা বিভিন্ন সাইক্লোন প্রভিতির সৃষ্টি হচ্ছে।
উদ্ভিদ ও প্রাণী প্রজাতির উপর প্রভাব:- অক্সিজেনের ঘাটতির কারণে অন্যান্য গ্যাস গুলি বৃদ্ধি পাচ্ছে ও বিশ্ব উষ্ণায়ন ও বৃদ্ধি পাচ্ছে। যার কারণেই বিভিন্ন প্রাণী উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে, ও কিছু প্রাণী উদ্ভিদ আগামী দিনে বিলুপ্ত হয়ে যাবে ।
প্রতিকার:- বেশি করে বনাঞ্চল সৃষ্টি করতে হবে এবং বৃক্ষ ছেদন সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।
বায়ু দূষণ ঘটায় এই ধরনের তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিবর্তে জলবিদ্যুৎ, সৌরশক্তি, বায়ু শক্তি, ইত্যাদি বিদ্যুৎপন্ন জন্য ব্যবহার করতে হবে ।
রান্নার কাজে কয়লা, কাঠ এর পরিবর্তে ইলেকট্রিক হিটার, সৌর চুল্লি ইত্যাদি ব্যবহার করতে হবে।
উপরোক্ত প্রশ্নগুলি শুধুমাত্র এই অধ্যায়ের কয়েকটি কমন প্রশ্ন কে তুলে ধরা হয়েছে। তোমাদের অবশ্যই ভালো নম্বর প্রাপ্তির জন্য আরো অন্যান্য বই ও শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।
তোমরা প্রশ্নগুলো কি ভালো করে দু তিনবার পড়ে নেবে। তারপর বারবার অনুশীলনের মাধ্যমে মনে রাখার চেষ্টা করবে। এছাড়াও বন্ধুদের সঙ্গে গ্রুপ ডিসকাশন করবে। যার ফলে উত্তরগুলি দীর্ঘ সময় মনে থাকবে।