শিলা MCQ: West Bengal Class 8 Geography Chapter 3 Questions Answers | অষ্টম শ্রেণীর ভূগোল তৃতীয় অধ্যায় ছোট প্রশ্ন
Author -
Dipak Paramanik
0
Class 8 শিলা MCQ Question and Answers
Class 8 Geography West Bengal Board students can practice important West Bengal Class 8 Geography Chapter 3 MCQ with answers easily. এই অধ্যায়ে শিলা MCQ বা Rocks-related প্রশ্নোত্তর দেওয়া হলো, যা পরীক্ষায় ভালো নম্বর পেতে সাহায্য করবে এবং ভূগোলের মূল ধারণা আরও পরিষ্কার করবে।
আপনার কুইজ ফলাফল
[
{"q":"শিলা বলতে কী বোঝায়?","a":"ভূপৃষ্ঠের শক্ত আবরণ","o":["নরম মাটি","জলের স্তর","ভূপৃষ্ঠের শক্ত আবরণ","বালুর স্তর"]},
{"q":"শিলা কয়টি শ্রেণীতে বিভক্ত?","a":"তিনটি","o":["দুটি","তিনটি","চারটি","পাঁচটি"]},
{"q":"আদি শিলা কোনটি?","a":"আগ্নেয় শিলা","o":["রূপান্তরিত শিলা","পাললিক শিলা","আগ্নেয় শিলা","ডোলেরাইট"]},
{"q":"নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ কোনটি?","a":"বেসাল্ট","o":["গ্রানাইট","বেলেপাথর","বেসাল্ট","মাইকা"]},
{"q":"উদবেধী আগ্নেয় শিলার উদাহরণ কোনটি?","a":"গ্রানাইট","o":["বেসাল্ট","গ্রানাইট","কংগ্লোমারেট","লবণ"]},
{"q":"পাললিক শিলা তৈরির প্রধান কারণ কী?","a":"ক্ষয়প্রাপ্ত পদার্থ জমা হওয়া","o":["লাভা শীতল হওয়া","ক্ষয়প্রাপ্ত পদার্থ জমা হওয়া","ভূমিকম্প","বজ্রপাত"]},
{"q":"কোন শিলায় জীবাশ্ম পাওয়া যায়?","a":"পাললিক শিলা","o":["আগ্নেয় শিলা","রূপান্তরিত শিলা","পাললিক শিলা","উপপাতলিক শিলা"]},
{"q":"রূপান্তরিত শিলার উদাহরণ কোনটি?","a":"মার্বেল","o":["বেলেপাথর","মার্বেল","বেসাল্ট","ডোলেরাইট"]},
{"q":"পেট্রোলজি কোন বিষয়ের অধ্যয়ন?","a":"শিলা","o":["জল","বায়ুমণ্ডল","শিলা","মাটির ধরন"]},
{"q":"মিনারলজি কোন বিষয়ের অধ্যয়ন?","a":"খনিজ","o":["জীবাশ্ম","মাটি","খনিজ","গ্যাস"]},
{"q":"মোহ স্কেল ব্যবহার হয় কোনটি মাপতে?","a":"খনিজের কঠিনতা","o":["শিলার রং","মাটির ঘনত্ব","খনিজের কঠিনতা","জলীয় বাষ্প"]},
{"q":"কোয়ার্টজ কোথায় ব্যবহৃত হয়?","a":"কাঁচ ও গহনা তৈরিতে","o":["পোশাক তৈরি","খাবার","কাঁচ ও গহনা তৈরিতে","ঔষধ"]},
{"q":"সিলেট পাথর কোথায় ব্যবহৃত হয়?","a":"ব্ল্যাকবোর্ডে লেখার কাজে","o":["ভাস্কর্য","বাড়ি নির্মাণ","ব্ল্যাকবোর্ডে লেখার কাজে","টাইলসে"]},
{"q":"কোন শিলার মধ্যে কেলাসের গঠন ভালোভাবে দেখা যায়?","a":"হিরে, ব্যালসাইট, কোয়ার্টজ","o":["বেলেপাথর","হিরে, ব্যালসাইট, কোয়ার্টজ","বেসাল্ট","গ্রাফাইট"]},
{"q":"পাললিক শিলার একটি বৈশিষ্ট্য কী?","a":"স্তরায়ন","o":["কেলাস","উজ্জ্বলতা","স্তরায়ন","ঘনত্ব বেশি"]},
{"q":"ক্ষয়প্রাপ্ত শিলা-চূর্ণকে কী বলা হয়?","a":"রেগোলিথ","o":["ল্যাটেরাইট","রেগোলিথ","কংগ্লোমারেট","মার্ল"]},
{"q":"কংগ্লোমারেট কোন ধরনের শিলা?","a":"সংঘাতশিলা","o":["আগ্নেয়","রূপান্তরিত","অসংঘাতশিলা","সংঘাতশিলা"]},
{"q":"জিপসাম কোন ধরনের শিলা?","a":"সালফেট জাতীয় পাললিক","o":["আগ্নেয়","রূপান্তরিত","সালফেট জাতীয় পাললিক","কার্বনেট"]},
{"q":"চুনাপাথর কোন কাজে ব্যবহার হয়?","a":"সিমেন্ট ও ইস্পাত শিল্পে","o":["কৃষিকাজ","ঔষধ","সিমেন্ট ও ইস্পাত শিল্পে","মিষ্টি তৈরিতে"]},
{"q":"শিলা চক্রের মূল দায়ী উপাদান কোনটি?","a":"তাপ, চাপ ও ক্ষয়","o":["জল","বায়ু","তাপ, চাপ ও ক্ষয়","আলো"]}
]
আদি শিলা বলতে কোন শিলাকে বোঝায়?
আগ্নেয় শিলাকেই আদি বা প্রাথমিক শিলা বলা হয়।
কোন শিলায় জীবাশ্ম পাওয়া যায়?
পাললিক শিলাতেই জীবাশ্ম পাওয়া যায়।
রূপান্তরিত শিলা কীভাবে গঠিত হয়?
তীব্র তাপ, চাপ ও রাসায়নিক বিক্রিয়ার ফলে আগ্নেয় বা পাললিক শিলা পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলা গঠিত হয়।