ক্লাস ৫ এর শিক্ষার্থীদের জন্য তালনবমী গল্পের প্রশ্ন উত্তর এখন সহজ ভাষায় পাওয়া যাবে। পাতাবাহার বাংলা পঞ্চম শ্রেণি প্রশ্ন উত্তর তালনবমী শিক্ষার্থীদের পড়াশোনাকে আরও সহজ এবং আনন্দদায়ক করে তুলবে। যারা West Bengal Board class 5 Bengali book solution খুঁজছেন, তাদের জন্য এটি একটি নির্ভরযোগ্য সহায়ক। এখানে গল্পভিত্তিক প্রশ্নোত্তর এমনভাবে সাজানো হয়েছে, যাতে ছোট্ট শিক্ষার্থীরাও সহজে বুঝতে পারে। পরীক্ষার প্রস্তুতি, হোমওয়ার্ক বা পড়াশোনার অতিরিক্ত সহায়ক হিসেবে এই সমাধানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর জন্য এটি হবে একটি সম্পূর্ণ শিক্ষণীয় সহায়িকা।
Class 5 তালনবমী গল্পের প্রশ্ন উত্তর
(Talnobomi) হাতে-কলমে অনুশীলনীর সমাধান
১. জেনে নিয়ে নিজের ভাষায় লেখো:
১.১ কোন মাসে তাল পাকে ?
উঃ। সাধারণত ভাদ্র মাসে তাল পাকে।
১.২ আউশ ধান কোন্ ঋতুতে পাকে ?
উঃ। আউশ ধান হেমন্ত ঋতুতে পাকে।
১.৩ গ্রামজীবনে পালিত হয়, এমন দুটি ব্রত, পরব বা অনুষ্ঠানের নাম লেখো ?
উঃ। গ্রাম জীবনে পালিত হয় এমন দুটি ব্রত বা পরবের নাম হলো বিপত্তারিণ ব্রত, পৌষ পার্বণ ইতু ব্রত ।
১.৪ বর্ষাকালে অন্ধকারে চলাফেরা ভালো নয় কেন ?
উঃ। বর্ষাকালে নানা বিষাক্ত পোকামাকড় সহ সাপ, বিছে তাদের বাসা থেকে বেরিয়ে পথে ঘোরাফেরা করে । অন্ধকারে তাদের উপর পা পড়লে তাদের কামড়ে বিপদ ঘটতে পারে তাই বর্ষাকালে অন্ধকারে চলাফেরা করা ভালো নয়।
১.৫ তাল থেকে তৈরি কোন কোন খাবার তোমার প্রিয় ?
উঃ। কাল থেকে তৈরি করা বিভিন্ন খাবারের নাম হলো তালের বড়া, তালের পিটুলি, তোমাদের পিঠে ইত্যাদি।
✅ পঞ্চম শ্রেণীর বাংলা রচনা Click 👇
২. নীচের এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো ।
যু দূ র ব র্তী ব - বহুদূরবর্তী।
র পা ও উ ড়া - উত্তরপাড়া।
অ ম ত ন না - অন্যমনস্ক।
ল পি তি লি টু - তিলপিটুলি।
ল লা বা র ম - মঙ্গলবার।
কু ঠা খো র কা - খোকাঠাকুর
৩। অর্থ না বদলে নীচের বাক্যগুলো শব্দঝুড়ির সাহায্য নিয়ে অন্য ভাবে লেখো:
৩.১ ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি।
উঃ। যেমন-ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি দুদিন রান্না হয়নি।
৩.২ কতক্ষণে যে রাত পোহবে।
উঃ। কতক্ষণে যে রাত কাটবে।
৩.৩ কিন্তু সাহসে কুলোয় না তার।
উঃ। কিন্তু সাহস হয় না তার।
৩.৪ আমারও পেট চুই চুই করছে।
উঃ। আমারও খিদে পেয়েছে।
৩.৫ বাঁশঝাড় নুয়ে পড়েচে বাদলা হাওয়ায়।
উঃ। বাঁশঝাড় হেলে পড়ছে বৃষ্টির হাওয়ায়।
৪. ঘটনাক্রম অনুযায়ী সাজিয়ে লেখো:
৪.১ ঘুমের মধ্যে ওসব বী হিজিবিজি স্বপ্ন সে দেখছিল।
৪.২ ক্ষুদিরাম ভট্টচাজের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি।
৪.৩ গোপাল একছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিঘিটার ধারে।
৪.৪ গোপাল বললে 'কোথায় যাচ্ছিস তোরা?'
৪.৫ 'ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা, কালতো তালনবমী।'
উত্তর:
৪.২ ক্ষুদিরাম ভট্টচাজের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি।
৪.৩ গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিঘির ধারে।
৪.৫ 'ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা, কালতো তালনবমী'। ৪.১ ঘুমের মধ্যে ওসব কী হিজিবিজি স্বপ্ন সে দেখছিল।
৪.৪ গোপাল বললে, 'কোথায় যাচ্ছিস তোরা?
✅ পঞ্চম শ্রেণির বাংলা রচনা Click 👇
৫. নির্দেশ অনুসারে উত্তর দাও:
৫.১ গল্পের নানান জায়গায় খুঁজে দেখো 'তাল' নামে ফলটার অনেক ধরনের বিশেষণ খুঁজে পাবে। সবগুলো লেখো।
উঃ। কালো হেঁড়ে তার, মিস কালো তাল, তালদিঘি, তালনবর্মী, তালপুকুর, তালের পিঠে, তালপাটালি, তালফুলুরি।
৫.২ 'মেঘাচ্ছন্ন আকাশ' কথাটার অর্থ মেঘেভরা আকাশ। ঠিক এই অর্থটাই বোঝায় এমন আর একটা বিশেষণ গল্পেই আছে। খুঁজে নিয়ে লেখো।
উঃ। মেঘ জমকালো আকাশ।
৬. শব্দঝুড়ি থেকে কোন্ট কী ধরনের শব্দ খুঁজে নিয়ে লেখো:
(তার, নেমন্তন্ন, বোকা, দিয়েছিল, মঙ্গলবার, আকাশ, ঝমঝম, চলাফেরা, প্রভাণ্ড, মিশকালো, চুঁই চুঁই, তিনি।)
বিশেষ্য- নেমন্তন্ন, মঙ্গলবার, আকাশ
বিশেষণ- ঝমঝম, বোকা, প্রকাণ্ড, মিশকালো
সর্বনাম- তিনি, তার
অব্যয়- চুঁই চুঁই,
ক্রিয়া- চলাফেরা, দিয়েছিল
৮. নির্দেশ অনুসারে উত্তর দাও:
৮.১ 'সদর দোর' কথাটার মানে জেনে নাও, শব্দটা নিজে কোনো বাক্যে ব্যবহার করো।
উঃ। 'সদর দোর' (মুখ্য বা মূল প্রবেশ পথের দরজা)
বাড়ির সদর দোর খোলা রাখতে নেই ।
৮.২ 'কপাট' শব্দটির অর্থ লেখো। এই শব্দটা ব্যবহার করে নিজে একটি বাক্য লেখো:
উঃ। 'কপাট' (পাল্লা)
ঝড়ো হাওয়ায় কপালগুলো বন্ধ হয়ে গেল ।
৯. বিপরীতার্থক শব্দ লেখো: সলজ্জ, সুখাদ্য, অন্ধকার, সাধ্য, আগ্রহ।
উঃ। সলজ্জ-নির্লজ্জ।
সুখাদ্য-অখাদ্য।
অন্ধকার-আলো।
সাধ্য-অসাধ্য।
আগ্রহ-অনাগ্রহ।
১০. বাক্য রচনা করো:
গৃহস্থ- নটোবর বাবুর গৃহস্ত বেশ বড় ।
পিঠে- পৌষ পার্বণেবাড়িতে বাড়িতে পিঠে তৈরি হয় ।
আশ্চর্য- ছেলেটির কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম ।
জোনাকি- বাড়ির সামনের গাছটিতে জোনাকির আসর বসেছে ।
তালনবমী- বহু গ্রামগঞ্জে তালনবমী পালিত হয় ।
১১. নির্দেশ অনুসারে উত্তর দাও:
১১.১ এ গল্পে বৃষ্টির দুরকম ছবি আছে। ঝমঝম্ আর টিটিপ। এই শব্দ দুটো ছাড়া কেবল ধ্বনি থেকেই বুঝে নেওয়া যায়, এমন কতগুলো শব্দ লেখো।
উঃ। খট খট,ঝলমলে, চকচকে, চুঁই চুঁই ।
১১.২ হাওয়ার শব্দ বোঝাচ্ছে এমন দুটি শব্দ গল্প থেকে খুঁজে নিয়ে লেখো।
উঃ। হু হু, শনশন
১১.৩ গল্পে 'বাঁডুজ্যে, ভট্চাজ' এগুলি কোন কোন্ পদবি থেকে এসেছে। এরকম আরও তিনটি পদবি লেখো।
উঃ। বাঁড়ুজ্যে এসেছে বন্দ্যোপাধ্যায় থেকে।
ভট্টচাজ এসেছে ভট্টাচার্য থেকে।
এরকম আরও তিনটি পদবি হল- চক্কোত্তি থেকে এসেছে চক্রবর্তী।
মুখুজ্যে এসেছে মুখোপাধ্যায় থেকে।
চাটুজ্যে এসেছে চট্টোপাধ্যায় থেকে।
১১.৪ পড়েচে, খেয়েচে এই শব্দগুলি কোন্ কোন্ শব্দ থেকে এসে এরকম চেহারা পেয়েছে ?
উঃ। পড়েচে শব্দটি এসেছে পড়েছে শব্দ থেকে ।
খেয়েচে শব্দটি খেয়েছে শব্দটি থেকে এইরকম চেহারা পেয়েছে।
১২. নির্দেশ অনুসারে উত্তর দাওঃ
১২.১ এই গল্পটা কোন্ ঋতুর তা বোঝার অনেকগুলো সূত্র গল্পটার মধ্যে ছড়ানো আছে। আছে মাসের নাম, ব্রতের নাম ইত্যাদি। এছাড়া কোন্ কোন্ সূত্র তুমি নিজে খুঁজে পাও লেখো।
উঃ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা 'তালনবমী' গল্পে বর্ষা ঋতুর কথা রয়েছে । লেখক তা বোঝানোর জন্য অনেক সূত্র ব্যবহার করেছেন যেমন- বিরামহীন বর্ষা, পাকা তাল, তালনবমী ব্রতের কথা, চারিদিকে ভেজা ঝোপঝাড় ইত্যাদি ।
১২.২ এ গল্পে দাদা একসময় ছোটো ভাইকে বলেছে 'একটা বোকা'। তোমার কি সত্যি মনে হচ্ছে ভাইটা বোকামিই করেছে? ছোটোভাই যার নাম গোপাল, সে যদি তোমার বন্ধু হত তবে তুমি তাকে কী করতে বলতে ?
এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাও ।
১২.৩ কী ধরনের বৃষ্টি তোমার পছন্দ এবং কেন তা বুঝিয়ে লেখো।
এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাও ।
১৩.১ 'পথের পাঁচালী' বইটির লেখক কে?
উঃ। 'পথের পাঁচালী' বইটির লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।
১৩.২ তাঁর লেখা ছোটোদের দুটি বইয়ের নাম লেখো।
উঃ। তাঁর লেখা দুটি ছোটোদের বইয়ের নাম হল 'চাঁদের পাহাড়' , 'হীরা-মাণিক জ্বলে' ও তালনবমী ।
১৩.৩ কত সালে তাঁকে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়?
উঃ। ১৯৫১ সালে তাকে 'রবীন্দ্র পুরস্কার' দেয়া হয়েছে ।
✅ পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সমাধান Click 👇
• ঐকিক নিয়মের অংক (Part2)
• বিন্দু / সরলরেখা / সরলরেখাংশ