ক্লাস ৫ এর গণিত বইয়ের West Bengal Class 5 Math page 200 solutions in Bengali সমাধান এখন সহজ ভাষায়। Amar Gonit থেকে ঐকিক নিয়মের অংক, class 5 maths Bengali medium solutions সহ প্রতিটি প্রশ্নের সহজ ও ধাপে ধাপে সমাধান এখানে দেওয়া হয়েছে । Amar gonit class 5 page 200 answer কিভাবে সমাধান করতে হয় তাও শিখতে পারবে।
পঞ্চম শ্রেণীর অন্যান্য অংক গুলি 👇
Class 5 Math Page 200 Solutions (West Bengal Board) | Amar Gonit
১। ২০০০ গ্রাম ওজনের মাছের দাম ৮০টাকা হলে, ২০টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে।
গণিতের ভাষায় সমস্যাটি হল
দাম (টাকা) ওজন (গ্রাম)
৮০ ২০০০
২০ ?
টাকার পরিমাণ বৃদ্ধি পেলে ওজনের পরিমাণও বাড়বে, আবার টাকার পরিমান কমলে ওজনের পরিমাণও কমবে ।
∴ টাকা ও ওজনের মধ্যে সরল সম্পর্ক রয়েছে।
৮০ টাকায় মাছ পাওয়া যায় ২০০০ গ্রাম
১ টাকায় মাছ পাওয়া যায় ২০০০÷৮০= ২৫ গ্রাম
২০ টাকায় মাছ পাওয়া যায় ২৫×২০= ৫০০ গ্রাম
∴ ২০ টাকায় ৫০০ গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে।
১ টাকা = ১০০ পয়সা
৫ টাকা = ৫০০ পয়সা
গণিতের ভাষায় সমস্যাটি হল
লজেন্সের পরিমাণ দাম (পয়সা)
১০ ৫ টাকা = ৫০০ পয়সা
৪ ?
লজেন্স বেশি কিনলে দাম বেশি লাগবে আবার লজেন্স কম কিনলে দাম কম লাগবে।
∴ লজেন্সের পরিমাণ ও দামের মধ্যে সরল সম্পর্ক আছে।
১০ টি লজেন্সের দাম ৫০০ পয়সা
১ টি লজেন্সের দাম ৫০০÷১০= ৫০পয়সা
৪ টি লজেন্সের ৫০×৪= ২০০ পয়সা
∴ মিরা ৪ টি লজেন্স কিনলে ২০০ পয়সা= ২ টাকা দিতে হতো।
৩। রামু গোরুর গাড়ি চেপে ২৪০ মিনিটে ২৪ কিমি পথ যায়। সে গোবুর গাড়ি চেপে ১০ কিমি কত সময়ে যাবে।
গণিতের বাসের সমস্যাটি হলো
দূরত্ব (কিমি) সময় (মিনিট)
২৪ ২৪০
১০ ?
কম দূরত্ব যেতে কম সময় লাগবে। এবং বেশি দূরত্ব যেতে বেশি সময় লাগবে।
∴ দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক আছে।
২৪ কিমি পথ যেতে সময় লাগে ২৪০ মিনিট
১ কিমি যেতে সময় লাগে ২৪০÷২৪= ১০ মিনিট
১০ কিমি যেতে সময় লাগে ১০×১০= ১০০ মিনিট
∴ গরুর গাড়ি চেপে ১০ কিমি যেতে সময় লাগবে ১০০ মিনিট অথবা ১ ঘণ্টা ৪০ মিনিট ।
৪। ৪ দিস্তায় ৯৬ পৃষ্ঠা কাগজ আছে। ৯ দিস্তায় কত পৃষ্ঠা কাগজ থাকবে?
গণিতের ভাষায় সমস্যাটি হলো
দিস্তা পৃষ্ঠা সংখ্যা
৪ ৯৬
৯ ?
দিস্তার পরিমাণ বৃদ্ধি পেলে কাগজের পৃষ্ঠা বাড়বে।
∴ দিস্তা ও পৃষ্ঠা সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে।
৪ দিস্তায় পৃষ্ঠার রয়েছে ৯৬ টি
১ দিস্তায় পৃষ্ঠা রয়েছে ৯৬÷৪= ২৪ টি
৯ দিস্তায় পৃষ্ঠা রয়েছে ২৪×৯= ২১৬ টি
∴ ৯ দিস্তায় পৃষ্ঠা থাকবে ২১৬ টি ।
৫। তুষার কাছে ১০০ টাকা আছে। ৪০০০ গ্রাম চালের দাম ১৬০ টাকা। সে ঐ টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে?
গণিতের ভাষায় সমস্যাটি হল
টাকা চালের পরিমাণ (গ্রাম)
১৬০ ৪০০০
১০০ ?
টাকার পরিমান কমলে চালের পরিমাণ কমবে ।
∴ টাকা ও চালের পরিমাণ এর মধ্যে সরল সম্পর্ক আছে।
১৬০ টাকায় চাল কেনা যায় ৪০০০ গ্রাম
১ টাকায় কেনা যায় ৪০০০÷১৬০= ২৫ গ্রাম
১০০ টাকায় চাল কেনা যায় ২৫×১০০= ২৫০০ গ্রাম
∴ তৃষা ১০০ টাকা দিয়ে ২৫০০ গ্রাম অথবা ২ কেজি ৫০০ গ্রাম চাল কিনতে পারবে।
৬। ডেভিড ৪৮০ মিনিটে ২৪০ পৃষ্ঠা পড়তে পারে। কত ঘণ্টায় সে ৫৪০ পৃষ্ঠা পড়বে।
গণিতের ভাষায় সমস্যাটি হলো
পৃষ্ঠা সংখ্যা সময় (মিনিট)
২৪০ ৪৮০
৫৪০ ?
পৃষ্ঠার পরিমাণ বাড়লে সময় বেশি লাগবে, আবার পৃষ্ঠার পরিমাণ কমলে সময় কম লাগবে।
∴ পৃষ্ঠার পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক আছে।
২৪০ পৃষ্ঠা পড়তে পারে ৪৮০ মিনিটে
১ টি পৃষ্ঠা পড়তে পারে ৪৮০÷২৪০= ২ মিনিটে
৫৪০ পৃষ্ঠা পড়তে পারে ২×৫৪০= ১০৮০ মিনিটে
∴ ডেভিড ৫৪০ টা পড়তে সময় নেবে
১০৮০ মিনিট = ১৮ ঘন্টা ।
৭। ১৬ টাকায় ৫০০ গ্রাম চিনি পাওয়া যায়। ১ কিগ্রা চিনির দাম কত?
গণিতের ভাষায় সমস্যাটি হল
চিনির পরিমাণ (গ্রাম) দাম (টাকা)
৫০০ ১৬
১ কিগ্রা= ১০০০ গ্রাম ?
চিনির পরিমাণ বাড়লে দামও বাড়বে ।
∴ চিনির পরিমাণ ও দামের মধ্যে সরল সম্পর্ক আছে।
৫০০ গ্রাম চিনির দাম ১৬ টাকা
১ গ্রাম চিনির দাম ১৬÷১০০০= ০.০৩২টাকা
১০০০ গ্রাম চিনির দাম ০.০৩২×১০০০= ৩২ টাকা।
∴ ১ কিগ্রা চিনির দাম হবে ৩২ টাকা ।
৮। নাজিরার কাছে ৫০ টাকা আছে। সে ২টি বিস্কুট কিনতে ১টাকা দেয়। ৫০ টাকায় সে কতগুলি বিস্কুট কিনবে?
গণিতের ভাষায় সমস্যাটি হল
টাকা বিস্কুটের পরিমাণ
১ ২
৫০ ?
টাকার পরিমাণ বাড়লে বিস্কুটের পরিমাণও বাড়বে ।
∴ টাকা ও বিস্কুটের পরিমাণ এর মধ্যে সরল সম্পর্ক আছে ।
১ টাকায় বিস্কুট কেনা যায় ২ টি
৫০ টাকায় বিস্কুট কেনা যাবে ২×৫০= ১০০ টি
∴ নাজিরা ৫০ টাকায় ১০০ টি বিস্কুট কিনতে পারবে ।
৯। প্রণব ১০০০ মিটার রাস্তা বাসে যেতে ৪ টাকা ভাড়া দেয়। সে ৫ টাকা ভাড়া দিয়ে কতটা রাস্তা যাবে?
গণিতের ভাষায় সমস্যাটি হল
ভাড়া (টাকা) দূরত্ব (মিটার)
৪ ১০০০
৫ ?
বেশি ভাড়া দিয়ে বেশি পরিমাণ রাস্তা (দূরত্ব) যাওয়া যাবে ।
∴ ভাড়ার পরিমাণ ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক আছে।
৪ টাকা ভাড়াতে যায় ১০০০ মিটার
১ টাকা ভাড়াতে ১০০০÷৪= ২৫০ মিটার
৫ টাকা ভাড়াতে ২৫০×৫= ১২৫০ মিটার
∴ প্রণব ৫ টাকা ভাড়া দিয়ে
১২৫০ মিটার= ১ কিলোমিটার ২৫০ মিটার রাস্তা যেতে পারবে ।
১০। ইয়াসিন ১০০০ গ্রাম চা ২০০ টাকায় কেনে। সে ৫০ টাকায় কত গ্রাম চা কিনবে?
টাকা চায়ের পরিমাণ (গ্রাম)
২০০ ১০০০
৫০ ?
টাকার পরিমান কমলে চায়ের পরিমাণ কমবে।
∴ টাকা ও চায়ের পরিবারের মধ্যে সরল সম্পর্ক আছে।
২০০ টাকায় চা কেনা যায় ১০০০ গ্রাম
১ টাকায় চা কেনা যায় ১০০০÷২০০= ৫ গ্রাম ৫০ টাকায় চা কেনা যায় ৫×৫০= ২৫০ গ্রাম
∴ ইয়াসিন ৫০ টাকায় ২৫০ গ্রাম চা কিনতে পারবে ।
৮০ ২০০০
২০ ?
টাকার পরিমাণ বৃদ্ধি পেলে ওজনের পরিমাণও বাড়বে, আবার টাকার পরিমান কমলে ওজনের পরিমাণও কমবে ।
∴ টাকা ও ওজনের মধ্যে সরল সম্পর্ক রয়েছে।
৮০ টাকায় মাছ পাওয়া যায় ২০০০ গ্রাম
১ টাকায় মাছ পাওয়া যায় ২০০০÷৮০= ২৫ গ্রাম
২০ টাকায় মাছ পাওয়া যায় ২৫×২০= ৫০০ গ্রাম
∴ ২০ টাকায় ৫০০ গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে।
২। মীরা ১০টি লজেন্স কিনতে ৫ টাকা দিয়েছিল। মীরা ৪ টি লজেন্স কিনলে কত পয়সা দিত?
১ টাকা = ১০০ পয়সা
৫ টাকা = ৫০০ পয়সা
গণিতের ভাষায় সমস্যাটি হল
লজেন্সের পরিমাণ দাম (পয়সা)
১০ ৫ টাকা = ৫০০ পয়সা
৪ ?
লজেন্স বেশি কিনলে দাম বেশি লাগবে আবার লজেন্স কম কিনলে দাম কম লাগবে।
∴ লজেন্সের পরিমাণ ও দামের মধ্যে সরল সম্পর্ক আছে।
১০ টি লজেন্সের দাম ৫০০ পয়সা
১ টি লজেন্সের দাম ৫০০÷১০= ৫০পয়সা
৪ টি লজেন্সের ৫০×৪= ২০০ পয়সা
∴ মিরা ৪ টি লজেন্স কিনলে ২০০ পয়সা= ২ টাকা দিতে হতো।
৩। রামু গোরুর গাড়ি চেপে ২৪০ মিনিটে ২৪ কিমি পথ যায়। সে গোবুর গাড়ি চেপে ১০ কিমি কত সময়ে যাবে।
গণিতের বাসের সমস্যাটি হলো
দূরত্ব (কিমি) সময় (মিনিট)
২৪ ২৪০
১০ ?
কম দূরত্ব যেতে কম সময় লাগবে। এবং বেশি দূরত্ব যেতে বেশি সময় লাগবে।
∴ দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক আছে।
২৪ কিমি পথ যেতে সময় লাগে ২৪০ মিনিট
১ কিমি যেতে সময় লাগে ২৪০÷২৪= ১০ মিনিট
১০ কিমি যেতে সময় লাগে ১০×১০= ১০০ মিনিট
∴ গরুর গাড়ি চেপে ১০ কিমি যেতে সময় লাগবে ১০০ মিনিট অথবা ১ ঘণ্টা ৪০ মিনিট ।
৪। ৪ দিস্তায় ৯৬ পৃষ্ঠা কাগজ আছে। ৯ দিস্তায় কত পৃষ্ঠা কাগজ থাকবে?
গণিতের ভাষায় সমস্যাটি হলো
দিস্তা পৃষ্ঠা সংখ্যা
৪ ৯৬
৯ ?
দিস্তার পরিমাণ বৃদ্ধি পেলে কাগজের পৃষ্ঠা বাড়বে।
∴ দিস্তা ও পৃষ্ঠা সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে।
৪ দিস্তায় পৃষ্ঠার রয়েছে ৯৬ টি
১ দিস্তায় পৃষ্ঠা রয়েছে ৯৬÷৪= ২৪ টি
৯ দিস্তায় পৃষ্ঠা রয়েছে ২৪×৯= ২১৬ টি
∴ ৯ দিস্তায় পৃষ্ঠা থাকবে ২১৬ টি ।
৫। তুষার কাছে ১০০ টাকা আছে। ৪০০০ গ্রাম চালের দাম ১৬০ টাকা। সে ঐ টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে?
গণিতের ভাষায় সমস্যাটি হল
টাকা চালের পরিমাণ (গ্রাম)
১৬০ ৪০০০
১০০ ?
টাকার পরিমান কমলে চালের পরিমাণ কমবে ।
∴ টাকা ও চালের পরিমাণ এর মধ্যে সরল সম্পর্ক আছে।
১৬০ টাকায় চাল কেনা যায় ৪০০০ গ্রাম
১ টাকায় কেনা যায় ৪০০০÷১৬০= ২৫ গ্রাম
১০০ টাকায় চাল কেনা যায় ২৫×১০০= ২৫০০ গ্রাম
∴ তৃষা ১০০ টাকা দিয়ে ২৫০০ গ্রাম অথবা ২ কেজি ৫০০ গ্রাম চাল কিনতে পারবে।
৬। ডেভিড ৪৮০ মিনিটে ২৪০ পৃষ্ঠা পড়তে পারে। কত ঘণ্টায় সে ৫৪০ পৃষ্ঠা পড়বে।
গণিতের ভাষায় সমস্যাটি হলো
পৃষ্ঠা সংখ্যা সময় (মিনিট)
২৪০ ৪৮০
৫৪০ ?
পৃষ্ঠার পরিমাণ বাড়লে সময় বেশি লাগবে, আবার পৃষ্ঠার পরিমাণ কমলে সময় কম লাগবে।
∴ পৃষ্ঠার পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক আছে।
২৪০ পৃষ্ঠা পড়তে পারে ৪৮০ মিনিটে
১ টি পৃষ্ঠা পড়তে পারে ৪৮০÷২৪০= ২ মিনিটে
৫৪০ পৃষ্ঠা পড়তে পারে ২×৫৪০= ১০৮০ মিনিটে
∴ ডেভিড ৫৪০ টা পড়তে সময় নেবে
১০৮০ মিনিট = ১৮ ঘন্টা ।
৭। ১৬ টাকায় ৫০০ গ্রাম চিনি পাওয়া যায়। ১ কিগ্রা চিনির দাম কত?
গণিতের ভাষায় সমস্যাটি হল
চিনির পরিমাণ (গ্রাম) দাম (টাকা)
৫০০ ১৬
১ কিগ্রা= ১০০০ গ্রাম ?
চিনির পরিমাণ বাড়লে দামও বাড়বে ।
∴ চিনির পরিমাণ ও দামের মধ্যে সরল সম্পর্ক আছে।
৫০০ গ্রাম চিনির দাম ১৬ টাকা
১ গ্রাম চিনির দাম ১৬÷১০০০= ০.০৩২টাকা
১০০০ গ্রাম চিনির দাম ০.০৩২×১০০০= ৩২ টাকা।
∴ ১ কিগ্রা চিনির দাম হবে ৩২ টাকা ।
৮। নাজিরার কাছে ৫০ টাকা আছে। সে ২টি বিস্কুট কিনতে ১টাকা দেয়। ৫০ টাকায় সে কতগুলি বিস্কুট কিনবে?
গণিতের ভাষায় সমস্যাটি হল
টাকা বিস্কুটের পরিমাণ
১ ২
৫০ ?
টাকার পরিমাণ বাড়লে বিস্কুটের পরিমাণও বাড়বে ।
∴ টাকা ও বিস্কুটের পরিমাণ এর মধ্যে সরল সম্পর্ক আছে ।
১ টাকায় বিস্কুট কেনা যায় ২ টি
৫০ টাকায় বিস্কুট কেনা যাবে ২×৫০= ১০০ টি
∴ নাজিরা ৫০ টাকায় ১০০ টি বিস্কুট কিনতে পারবে ।
৯। প্রণব ১০০০ মিটার রাস্তা বাসে যেতে ৪ টাকা ভাড়া দেয়। সে ৫ টাকা ভাড়া দিয়ে কতটা রাস্তা যাবে?
গণিতের ভাষায় সমস্যাটি হল
ভাড়া (টাকা) দূরত্ব (মিটার)
৪ ১০০০
৫ ?
বেশি ভাড়া দিয়ে বেশি পরিমাণ রাস্তা (দূরত্ব) যাওয়া যাবে ।
∴ ভাড়ার পরিমাণ ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক আছে।
৪ টাকা ভাড়াতে যায় ১০০০ মিটার
১ টাকা ভাড়াতে ১০০০÷৪= ২৫০ মিটার
৫ টাকা ভাড়াতে ২৫০×৫= ১২৫০ মিটার
∴ প্রণব ৫ টাকা ভাড়া দিয়ে
১২৫০ মিটার= ১ কিলোমিটার ২৫০ মিটার রাস্তা যেতে পারবে ।
১০। ইয়াসিন ১০০০ গ্রাম চা ২০০ টাকায় কেনে। সে ৫০ টাকায় কত গ্রাম চা কিনবে?
টাকা চায়ের পরিমাণ (গ্রাম)
২০০ ১০০০
৫০ ?
টাকার পরিমান কমলে চায়ের পরিমাণ কমবে।
∴ টাকা ও চায়ের পরিবারের মধ্যে সরল সম্পর্ক আছে।
২০০ টাকায় চা কেনা যায় ১০০০ গ্রাম
১ টাকায় চা কেনা যায় ১০০০÷২০০= ৫ গ্রাম ৫০ টাকায় চা কেনা যায় ৫×৫০= ২৫০ গ্রাম
∴ ইয়াসিন ৫০ টাকায় ২৫০ গ্রাম চা কিনতে পারবে ।
বিজ্ঞপ্তি
এই ওয়েবসাইটে প্রকাশিত সকল আর্টিকেল, রচনা, তথ্য ও চিত্র কপিরাইট সংরক্ষিত। অনুগ্রহ করে কোনো কনটেন্ট অনুমতি ছাড়া নকল, কপি বা পুনঃপ্রকাশ করবেন না। কনটেন্ট চুরি আইনত দণ্ডনীয় অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
🙏 আপনার সচেতনতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ।
- New Digi Web