১ আগস্ট ২০২৫ থেকে UPI নিয়মে বড় পরিবর্তন আসছে। নতুন ইউপিআই পেমেন্ট নিয়ম, অটোপে সীমা, প্রতিদিনের লেনদেনের সীমা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। UPI changes August 1 2025, new UPI rules from August, এবং UPI transaction limit per day নিয়ে বিস্তারিত তথ্য জানতে এই আপডেট পড়ুন। নিয়ম পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত হবে।
Table of Contents
Upi Payment নতুন নিয়ম চালু august থেকে
ভারতের ডিজিটাল লেনদেনের ব্যবস্থায় এক অভাবনীয় উন্নতি এনেছে UPI (Unified Payments Interface). দেশের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল লেনদেনের মাধ্যম হলো UPI. ২০১৬ সালে ভারতের NPCI (National Payments Corporation of India) দ্বারা এটি চালু করা হয়।
2025 সালে RBI ও NPCI দ্বারা UPI এর ব্যবস্থাকে আরো কার্যকর, নিরাপদ ও ব্যবহার উপযোগী করে তোলার জন্য কিছু নিয়ম ও নির্দেশিকা জারি করেছে । যা ইউপিআই ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তুলবে ।
নতুন নিয়ম জারি করার কারণ
বর্তমানে ভারতে দিনের পর দিন ডিজিটাল পেমেন্টের সংখ্যা ও তার ব্যবহারকারীর সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কোটি কোটি মানুষ প্রতিদিন লাখ লাখ টাকা ইউপিআই এর মাধ্যমে লেনদেন করছে। যার জন্য বেশ কিছু সমস্যা সামনে এসেছে ,সেগুলি হল -
• প্রতিনিয়ত ব্যবহারকারীর সংখ্যার বৃদ্ধির ফলে সার্ভারের উপর বেশি পরিমাণে চাপ সৃষ্টি হচ্ছে ।
• বেশ কিছু অ্যাপের আধিপত্য অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে । যেমন - G pay, Phone Pay.
• সাইবার জালিয়াতি ও প্রতারণামূলক কাজকর্ম বন্ধ করার জন্য ।
ব্যবহারকারীদের কি করতে হবে ?
UPI ব্যবহারকারীদের কিছুই করতে হবে না । এই সমস্ত নতুন নিয়ম গুলি অটোমেটিকলি আপনার ব্যবহার করা অ্যাপ এর মধ্যে কার্যকরী হবে । শুধু আপনাকে কয়েকটি বিষয়ে মনে রাখতে হবে । যেমন ব্যালেন্স চেক করার বিষয়টি আরো ইত্যাদি ।
UPI এর নতুন নিয়ম গুলি
লেনদেনের সীমা :- বর্তমান ইউপিআই এর নতুন নিয়মে লেনদেনের ওপরে কোন পরিবর্তন করা হয়নি। লেনদেনের সীমা আগে যেভাবে ছিল বর্তমানেও একই রয়েছে । সাধারণ ব্যবহারকারীদের জন্য ১ লক্ষ টাকা এবং স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত ।
ব্যালেন্স চেক ও লিংকএকাউন্ট দেখা :- একজন ইউপিআই ব্যবহারকারী সারাদিনে ৫০ বারের বেশি ব্যালেন্স চেক করতে পারবে না । এর লক্ষ্য হলো অপ্রয়োজনীয় ব্যালেন্স চেক বন্ধ করা। যার ফলে সিস্টেমের সার্ভার এর উপর চাপ কম হবে ।
একই রকম ভাবে একজন ব্যক্তি সারাদিনে, মোবাইল নাম্বারের সাথে যুক্ত লিংক ব্যাংক একাউন্ট গুলির তালিকা ২৫ বারের বেশি দেখতে পাওয়া যাবে না ।
অটো পে ও subscription এর নিয়ম:- ২০২৫ এর আগস্ট মাসের থেকে অটোপে ও সাবস্ক্রিপশন এর ক্ষেত্রে একটি নতুন নিয়ম ধার্য হচ্ছে। আমাদের বিভিন্ন সার্ভিস গুলি বা EMI এর পেমেন্ট ইত্যাদি গুলো আমরা অটোপে করে রাখি । আর এই অটো পে পেমেন্টগুলি আগে যেকোনো সময়ে হত । কিন্তু নতুন নিয়ম অনুযায়ী যদি Auto Pay অন থাকে । সেক্ষেত্রে পেমেন্ট গুলি একটি নির্দিষ্ট সময়ে হবে।
সকাল ১০:০০ টার আগে
দুপুর ১:০০ টা থেকে ৫:০০ টা পর্যন্ত
রাত ৯:৩০ এর পর
উপরোক্ত সময়গুলির মধ্যে, অটো পেমেন্ট গুলির লেনদেন হবে ।
ব্যর্থ লেনদেন (Failed Payment) চেক :- UPI ব্যবহারকারী কোন ব্যক্তি পেমেন্ট করার সময় তা ব্যর্থ হলে তার স্ট্যাটাস অর্থাৎ স্থিতি দিনে তিনবার দেখতে পারবেন । তিনবারের বেশি স্ট্যাটাস চেক করতে পারবেন না । প্রত্যেকবার চেক করার মধ্যে ব্যবধান থাকবেন ৯০ সেকেন্ডের ।
টাকা প্রাপকের নাম প্রদর্শন:- যখন কোন গ্রাহক কোনো ব্যক্তিকে বা UPIমাধ্যমে পেমেন্ট করবে তখন টাকা প্রাপকের নাম প্রদর্শন করতে হবে।
FAQ ( UPI সম্পর্কিত কিছু প্রশ্ন )
১. UPI ব্যালেন্স চেক করার নতুন নিয়ম কী?
একজন ব্যক্তির সারাদিনে ৫০ বার ব্যালেন্স চেক করতে পারবে । তার থেকে বেশি চেক করা যাবে না ।
২. কোন UPI অ্যাপ নিরাপদ?
বর্তমানে অনেক বিশ্বস্ত ইউপিআই অ্যাপ থাকলেও, BHIM (ভারত ইন্টারফেস ফর মানি) সব থেকে বেশি বিশ্বস্ত । যা সরকারের দ্বারা পরিচালিত হয় ।
৩. কারা নতুন UPI নিয়মের আওতায় আসবে ?
সমস্ত ধরনের ইউপিআই সার্ভিস দেওয়া অ্যাপগুলি অর্থাৎ Phone Pay, Goggle Pay, Paytm সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
৪. Autu Payment নতুন নিয়ম কি ?
অটো পেমেন্টগুলি এখন দিনের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে হবে । যেকোনো সময় টাকা কেটে নেওয়া যাবে না । সকালে দশটার আগে, দুপুর ১ টা থেকে পাঁচটার মধ্যে এবং রাত্রি সাড়ে নয়টার পর ।
ভারতের New UPI এর নিয়মগুলি অর্থনীতিকে আরো সুগঠিত ও নিরাপদ গড়ে তুলবে । আপনার ব্যক্তিগত ব্যবহার হোক বা ব্যবসায়িক ব্যবহার সকল ক্ষেত্রেই ডিজিটাল লেনদেন কে আরো শক্তিশালী করবে । তাই আপনি যদি UPI এর ব্যবহারকারী হন আপনার কোন ভয় পাওয়ার কারণ নেই । বিশেষ কোনো পরিবর্তন করা হয়নি । আপনি শুধু নিয়ম গুলির সাথে পরিচিত হয়ে থাকুন। যার ফলে আপনার ডিজিটাল লেনদেন আরো সুরক্ষিত ও সহজতর হবে ।
Tips
আপনি যদি UPI ব্যবহার করেন, তাহলে নিয়মিতভাবে আপনার ব্যাঙ্ক অ্যাপ বা Upi App Update রাখুন এবং প্রতিটি লেনদেন যাচাই করুন। কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে তৎক্ষণাৎ রিপোর্ট করুন।