Class 5 পরিবেশ অধ্যায় 7 খনিজ ও শক্তি সম্পদ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ও MCQ আমরা এখানে সহজ ভাষায় সাজিয়েছি। Class 5 poribesh chapter 7 question answer mcq থেকে শুরু করে পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ প্রশ্ন উত্তর – সব কিছুই একসাথে পড়তে পারবেন। যারা west bengal class 5 poribesh question answer খুঁজছেন বা class 5 science questions and answers west bengal board থেকে পরীক্ষার প্রস্তুতি নিতে চান, তাদের জন্য এটি অত্যন্ত উপকারী। এখানে Class 5 poribesh question answer chapter 7 এর মাধ্যমে ছাত্রছাত্রীরা সহজে পড়াশোনা ও অনুশীলন করতে পারবে।
West Bengal Class 5 Poribesh Chapter 7
১. আসানসোলের কয়লা খনি অঞ্চলের আয়তন কত ?
উত্তর:- আসানসোলের কয়লা খনির অঞ্চলের আয়তন প্রায় দেড় হাজার বর্গকিলোমিটার ।
২. খনি কাকে বলে ?
উত্তর:- যে জায়গা থেকে খনিজ পদার্থ গুলি সংগ্রহ করা হয় তাকে খনি বলে।
৩. খনিজ পদার্থ কাকে বলে ?
উত্তর:- খনি থেকে যেসব পদার্থ সংগ্রহ করা হয় সেগুলি হল খনিজ পদার্থ।
৪. মাটির গভীরে কি কি বেশি থাকে ?
উত্তর:- মাটির গভীরে চাপ এবং তাপ খুব বেশি থাকে।
৫. ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে ?
উত্তর:- ধোঁয়াতে কার্বন-মনোক্সাইড গ্যাস থাকে ।
৬. চোখে ধোঁয়া লাগলে চোখ জ্বালা করে কেন ?
উত্তর:- ধোঁয়ার মধ্যে থাকে সালফার অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ইত্যাদি বিষাক্ত গ্যাস গুলি, তাই চোখে ধোয়া লাগলে চোখ জ্বালা করে।
৭. পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম কি ?
উত্তর:- কয়লা
৮. কালো হীরে কাকে বলা হয় ?
উত্তর:- কয়লা কে কালো হীরে বলা হয় ।
৯. কয়লা খনিতে ধসের ভয় কিভাবে কমানো যেতে পারে ?
উত্তর:- কয়লা তুলে নেওয়ার পর সেখানে বালি দিয়ে ভরাট করতে হবে। মাটিকে শক্ত করে ধরে রাখার জন্য সেই সব স্থানগুলিতে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে।
১০. দুটি জিবাশ্ম জ্বালানির উদাহরণ দাও ?
উত্তর:- খনিজ তেল ও কয়লা ।
১১. কোন ধরনের কয়লা পোড়ালে বেশি ছাই পাওয়া যায় ?
উত্তর:- যে কয়লায় কার্বনের পরিমাণ কম তা পোড়ালে বেশি ছাই তৈরি হয়।
১২. পেট্রোল থেকে কি কি জিনিস পাওয়া যায় ?
উত্তর:- কেরোসিন,ডিজেল,পেট্রোল পাওয়া যায়।
১৩. কোন কয়লা থেকে খুব গরম আগুন পাওয়া যায় ?
উত্তর:- যে কয়লায় কার্বনের পরিমাণ বেশি সেই রকম কয়লায় থেকে খুব গরম আগুন পাওয়া যায় ।
১৪. কয়লা ও পেট্রোলিয়াম কি রকম জ্বালানি ?
উত্তর:- কয়লা ও পেট্রোলিয়াম জীবাশ্ম জ্বালানি ।
১৫. অপ্রচলিত শক্তি বলতে কী বোঝায় ?
উত্তর:- অপ্রচলিত শক্তি বলতে বোঝায় যেসব শক্তিগুলি প্রচলিত নয় অর্থাৎ অপ্রচলিত শক্তি হল সেইসব শক্তিগুলি যেগুলি মানুষ বর্তমানে শক্তির উৎস রূপে ব্যবহারের জন্য চেষ্টা করছে।
১৬. কম গরমের আগুন লাগে এমন একটি কাজের নাম লিখ ।
উত্তর:- রান্নার কাজ করতে কম গরমের আগুন প্রয়োজন হয়।
১৭. একটি প্রচলিত শক্তির নাম লিখ
উত্তর:- একটি প্রচলিত শক্তি হলো জলবিদ্যুৎ শক্তি
১৮. সূর্যের তাপ ব্যবহার করে রান্না করা যায় কিসের সাহায্যে ?
উত্তর:- সোলার কুকারের সাহায্যে
১৯. সৌর বিদ্যুৎ কাকে বলে ?
উত্তর:- সূর্যের আলো থেকে আসা শক্তিকে কাজে লাগিয়ে সরাসরি তৈরি বিদ্যুৎ কে সৌর বিদ্যুৎ বলে ।
২০. কয়লার প্রধান উপাদান কি ?
উত্তর:- কয়লার প্রধান উপাদান হলো কার্বন
২১. কয়লা কি কি কাজে ব্যবহার হয়ে থাকে ?
উত্তর:- কয়লা বিদ্যুৎ উৎপাদনে, রান্নার কাজে জ্বালানি হিসেবে এবার হয়ে থাকে ।
২২. সবচেয়ে নিম্নমানের কয়লা কোনটি ?
উত্তর:- সবচেয়ে নিম্নমানের কয়লা হলো - পিট
২৩. কোন নদীর জলস্রোতের শক্তিতে ঝালং বিদ্যুৎ কেন্দ্রটি চলে ?
উত্তর:- জলঢাকা নদীর জল স্রোতের শক্তিতে বিদ্যুৎ কেন্দ্রটি চলে ।
২৪. ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় রয়েছে ?
উত্তর:- ঝালং জলবিদ্যুৎ টি ভুটানে রয়েছে
২৫. কয়লা খনি থেকে সব কয়লা তুলে নেওয়া হয় না কেন ?
উত্তর:- কয়লা খনি থেকে সব কয়লা তুলে নিলে মাটি ধসে পড়তে পারে ।
২৬. বায়ুশক্তি কাকে বলে ?
উত্তর:- বায়ু প্রবাহের সময় তার গতিশক্তিকে কাজে লাগিয়ে যে শক্তি উৎপাদন করা হয় তাকে বায়ু শক্তি বলে ।
২৭. কয়লার চারটি শ্রেণি কি কি ?
উত্তর:- কয়লার চারটি শ্রেণি হলো- অ্যানথ্রাসাইট, বিটুমিনাস,লিগনাইট, পিট
২৮. কাঠ কয়লা কি করে তৈরি হয় ?
উত্তর:- জ্বলন্ত কাঠের মধ্যে জল দিয়ে আগুন নিভিয়ে দিলে তার মধ্যে জ্বালানি থেকে যায়, তাকে কাঠ কয়লা বলে ।
২৯. আগ্নেয়গিরি থেকে বাইরে কি বেরিয়ে আসে ?
উত্তর:- আগ্নেয়গিরি থেকে গরম লাভা বাইরে বেরিয়ে আসে ।
৩০. টারবাইন কাকে বলে ?
উত্তর:- টারবাইন হলো বিদ্যুৎ কেন্দ্রে থাকা বড় পাখার মত দেখতে একটি যন্ত্র। টারবাইন কি ঘুরিয়ে বিদ্যুৎশক্তি উৎপাদন করা হয় ।
Class 5 বাংলা প্রশ্ন উত্তর ✅