পৃষ্ঠায় আমরা আলোচনা করেছি Class 5 Poribesh o Poribohon Question Answer বা West Bengal Class 5 আমাদের পরিবেশ Chapter 8 পরিবেশ ও পরিবহণ বিষয়ের সব গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই Amader Poribesh Class 5 Chapter 8 Solution খুবই সহায়ক হবে। সহজ ভাষায় প্রতিটি প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে যাতে পড়াশোনা আরও সহজ ও আনন্দদায়ক হয়।
Class 5 Poribesh Question Answer Chapter 8 Solution
পরিবেশ ও পরিবহণ ( আমাদের পরিবেশ প্রশ্ন উত্তর)
১. পৃথিবীর প্রথম সিনেমা কি নিয়ে হয়েছিল ?
উত্তর :- পৃথিবীর প্রথম সিনেমা ট্রেন নিয়ে হয়েছিল ।২. 'পথের পাঁচালী' গল্পটি নিয়ে কে সিনেমা বানিয়েছিলেন ?
উত্তর :- 'পথের পাঁচালী' গল্পটি নিয়ে সিনেমা বানিয়েছিলেন সত্যজিৎ রায়
৩. 'পথের পাঁচালী' বইটি কার লেখা ?
উত্তর :- 'পথের পাঁচালী' বইটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ।
৪. অপু আর দুর্গা কে ?
উত্তর:- পথের পাঁচালী গল্পের দুজন চরিত্র হলো অপু আর দুর্গা । দিদির নাম দুর্গা ও ছোট ভাইয়ের নাম অপু।
৫. আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে কবে ট্রেন চলা শুরু হয়েছিল ?
উত্তর:- আমাদের রাজ্যে ১৮৫৪ সালে প্রথম ট্রেন চলা শুরু হয়েছিল।৬. আমাদের রাজ্যে প্রথম ট্রেন কোথা থেকে কোথা পর্যন্ত চলেছিল ?
উত্তর:- আমাদের রাজ্যেই পশ্চিমবঙ্গে প্রথম হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছিল
৭. আমাদের দেশে ভারতে প্রথম ট্রেন চলাচল শুরু হয় কখন ?
উত্তর:- আমাদের দেশে ভারতে ১৮৫৩ সালের ১৬ই এপ্রিল প্রথম চলাচল শুরু হয়েছিল ।৮. দুটি পরিবেশ বান্ধব পরিবহনের নাম লিখ ।
উত্তর:- সাইকেল, রিক্সা
৯. জেব্রা ক্রসিং কি ?
উত্তর:- স্টপ লাইনের সামনে রাস্তার মধ্যে এক বিশেষ ধরনের সাদাকালো দাগ থাকে যার সাহায্যে পথচারীরা রাস্তা পারাপার হয়।
১০. কলকাতায় প্রথম রিক্সা আসে কত সালে ?
উত্তর:- ১৯০০ সালে কলকাতায় প্রথম রিকশা আসে ।১১. রিক্সায় মানুষ বহন শুরু হয় কত সাল থেকে ?
উত্তর:- রিক্সায় মানুষ বহন শুরু হয় ১৯১৪ সাল থেকে।
১২. ডিঙি বলতে কি বোঝায় ?
উত্তর:- ছোট নৌকাকে ডিঙি বলে।
১৩. পাল কি ?
উত্তর:- পাল হলো এক ধরনের শক্ত কাপড় যা নৌকার মধ্যে লাগানো থাকে, পাল বাতাসকে আটকে নৌকোকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।
১৪. পানসি কি ?
উত্তর:- পানসি একটি বিশেষ ধরনের জলযান, এটি দেখতে ডিঙ্গির মতো কিন্তু আরও লম্বা ও হালকা হয়।
১৫. একটি ক্ষতিকারক গ্যাসের নাম লিখ যা গাড়ির ধোঁয়া থেকে বের হয় ?
উত্তর:- গাড়ির ধোয়া থেকে বের হয় কার্বন ডাই অক্সাইড ।
১৬. কিরকম হেলমেট পরা উচিত ?
উত্তর:- ISI ছাপ যুক্ত হেলমেট পড়া উচিত ।১৭. কোন কোন পশু কোথায় খুব খরচ ছিল ?
উত্তর:- হাতি উট ঘোড়া পোষায় অনেক খরচ ছিল
১৮. আধুনিক স্টিমার বা লঞ্চ কিভাবে চলে ?
উত্তর:- আধুনিক স্টিমার বা লঞ্চ গুলিতে কোনরকম হাল বা পাল থাকে না এগুলি ডিজেল ইঞ্জিনের সাহায্যে চলে ।
১৯. বিদ্যুতের সাহায্যে চলে এমন দুটি পরিবহন যানের নাম লিখ ।
উত্তর:- বিদ্যুতের সাহায্যে চলে এমন দুটি পরিবহনের নাম হলো ট্রেন ও ট্রাম ।
২০. একটি বিষাক্ত গ্যাসের নাম লিখ
উত্তর:- একটি বিষাক্ত গ্যাস হল কার্বন-মনোক্সাইড ।
২১. গাড়ি চালানোর সময় কোন নিয়মগুলি মানতে হয় ?
উত্তর:- গাড়ি চালানোর আগে সিট বেল্ট লাগিয়ে নিতে হবে।
স্কুল কলেজ হসপিটালের সামনে জোরে হল বাজানো চলবে না ।
২২. মানুষ প্রথম দিকে কিভাবে জলের ওপর দিয়ে যেত ?
উত্তর:- মানুষ প্রথমে ভেলায় চেপে জলের উপর দিয়ে যেত ।